For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যেতে চলেছে আপনার মোবাইল নম্বর, ১০ এর জায়গায় হবে ১৩, কবে থেকে, জানুন

মোবাইল সংক্রান্ত নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকম ।

  • |
Google Oneindia Bengali News

মোবাইল সংক্রান্ত নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকম । এ নিয়ে দেশের সমস্ত মেশিন টু মেশিন অপরেটরদের নির্দেশ পাঠিয়েছে তারা। সেই প্রেক্ষিতে এবার ১৩ সংখ্যার নয়া মোবাইল নম্বর চালুর পদক্ষেপ নেওয়া শুরু হতে চলেছে। এতদিন পর্যন্ত এই মোবাইল নম্বরের সংখ্যা ছিল ১০ অঙ্কের , তবে এবার থেকে তা হতে চলেছে ১৩ অঙ্কের।

বদলে যেতে চলেছে আপনার মোবাইল নম্বর, ১০ এর জায়গায় হবে ১৩, কবে থেকে, জানুন

গত ৩১ জানুয়ারির মধ্যে এই মোবাইলের নম্বর সংক্রান্ত অঙ্কের পরিবর্তনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে। এই নম্বর সম্ভবত লাগু হওয়ার কথা চলতি বছরের ১ লা জুলাই থেকে। দেশের সমস্ত নাগরিকের মোবাইল নম্বর ১ অক্টোবরের মধ্যে পরিবর্তিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জানুয়ারি মাসে এই নির্দেশিকা পেয়ে কাজ করতে শুরু করে দিয়েছে বিএসএনএল।

আসছে ১৩ সংখ্যার মোবাইল নম্বর, পরিবর্তনের সময়সীমা কতদিন জানুন

এদিকে, সিম নির্ভর মেশিন টু মেশিন পরিষেবার ক্ষেত্রে ১৩ সংখ্যান নম্বরকে অনুমোদনের কথা জানিয়ে, সংযোগ বিষয়ক মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে টেলিকম অথরিটি অব ইন্ডিয়াকে। মেশিন টু মেশিন ডিভাইস বলতে ইন্টারনেট নির্ভর সংযোগের ডিভাইসকে বোঝানো হয়।

English summary
M2M Mobile Numbers Will Have 13 Digits,Starting July 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X