For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে ভোট! তদন্তের মুখে শরদ পাওয়ার, পিছনে পড়ল ইডি

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। ইতিমধ্যেই আসন ভাগাভাগি সেরে ফেলেছেন তাঁরা। এরই মধ্যে বিজেপি শিবসেনার সঙ্গে জোট করলেও আসন ভাগাভাগি নিয়ে চলছে টানাপোড়েন।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। ইতিমধ্যেই আসন ভাগাভাগি সেরে ফেলেছেন তাঁরা। এরই মধ্যে বিজেপি শিবসেনার সঙ্গে জোট করলেও আসন ভাগাভাগি নিয়ে চলছে টানাপোড়েন। এরই মাঝে এনসিপির উপর চাপ বাড়াতে কোপ পড়ল ইডির‌। আর্থিক দুর্নীতির অভিযোগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও তার ভাইপো অজিত পাওয়ার এবং ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

দুর্নীতির অভিযোগ শরদ পাওয়ারের ভাইপোর বিরুদ্ধে

দুর্নীতির অভিযোগ শরদ পাওয়ারের ভাইপোর বিরুদ্ধে

মহারাষ্ট্র স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অতিজ পাওয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। এছাড়াও ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর ইডি যে মামলা করেছে তা পুলিস এফআইআরের সমান। আর্থিক দুর্নীতি দমনের আইনের আওতায় মামলা করা হয়েছে। মুম্বই পুলিসের দায়ের করা এই মামলায় শরদ পাওয়ারেরও নাম উল্লেখ করা হয়েছিল।

মহারাষ্ট্র রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি মামলা

মহারাষ্ট্র রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি মামলা

শরদ পাওয়ার, দিলিপারো দেশমুখ, ইশারলাল জৈন, জয়ন্ত পাটিল, শিবাজী রাও, আনন্দ রাও আদসুল, রাজেন্দ্র সিঙ্গানে, মদন পাটিল সহ ব্যাঙ্কের একাধিক ডিরেক্টর আরবিআইয়ের নিয়ম ভেঙে অত্যন্ত কম সুদে চিনি কারখানার জন্য ঋণ পাইয়ে দিয়েছিল। এবং ঋণ খেলাপিদের অধিগৃহীত সম্পত্তি অত্যন্ত কম দামে বিক্রি করা হয়েছে। যার জেরে ২০০৭ সালে জানুয়ারি মাস থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ২৫০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই দুর্নীতি ঢাকতে কাগজ পত্র লোপাট করেছিল তারা।

একাধিক ধারায় মামলা

একাধিক ধারায় মামলা

সেই ব্যাঙ্ক দুর্নীতি মামলায় পাওয়ারের ভাইপো সহ ৭০ জনের বিরুদ্ধে ৪২০( প্রতারণা), ৪০৯( গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করা), ৪০৬ (অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে গ্রাহকদের প্রতারণা করা), ৪৬৫( প্রতারণার শাস্তি), ৪৬৭( মূল্যবান সামগ্রি তছরূপ) এবং ১২০বি( অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঠিক বিধানসভা ভোটের আগেইডির এই ত‌ৎপরতায় অন্য ষড়যন্ত্র দেখছে এনসিপি। তবে এতে য়ে শরদ পাওয়ার এবং তাঁর দলের উপর চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

[ রামের জন্মস্থান অযোধ্যার 'রাম চবুত্র'! সুপ্রিম কোর্টে মানলেন মুসলিম পক্ষের আইনজীবী][ রামের জন্মস্থান অযোধ্যার 'রাম চবুত্র'! সুপ্রিম কোর্টে মানলেন মুসলিম পক্ষের আইনজীবী]

[মোদী-শাহ-ডোভালকে নিশানায় করে জইশের রক্তক্ষয়ী হামলার ছক! গড়ে উঠছে 'স্পেশ্যাল স্কোয়াড' ][মোদী-শাহ-ডোভালকে নিশানায় করে জইশের রক্তক্ষয়ী হামলার ছক! গড়ে উঠছে 'স্পেশ্যাল স্কোয়াড' ]

English summary
M‌oney laundering case against NCP chief Sharad Pawar, his nephew Ajit Pawar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X