For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের থেকে সরিয়ে নাগশ্বর রাওকে বদলি করা হল দমকলে

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় নতুন প্রধান আসার পরেই সরানো হল সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাওকে। তাঁকে দমকল, অসামরিক প্রতিরক্ষার ডিজি পদে বদলি করা হয়েছে।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় নতুন প্রধান আসার পরেই সরানো হল সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাওকে। তাঁকে দমকল, অসামরিক প্রতিরক্ষার ডিজি পদে বদলি করা হয়েছে।

সিবিআই থেকে সরিয়ে নাগশ্বর রাওকে বদলি করা হল দমকলে

অলোক বর্মা এবং রাকেশ আস্থানার বিরোধের মধ্যে নাগেশ্বরেই আস্থা রেখেছিল নরেন্দ্র মোদী সরকার। পদে এসই এক ধাক্কায একাধিক অফিসারের বদলি করেছিলেন তিনি। এই নিয়ে বিতর্কও তৈরি হয়েিছল। সারদা-রোজভ্যালি-সহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদারকি আধিকারিক ছিলেন তিনি।

এমনকী মুজফফরপুর হোমকাম্ঢের তদন্তের ভারও ছিল তাঁর উপর। তদন্তে দেরী হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল নাগেশ্বর রাওকে। আদালতে এর জন্য লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল নাগেশ্বর রাওকে।

১৯৮৬ সালের ব্যাচের ওড়িশা ক্যাডেট ছিলেন নাগেশ্বর রাও। তিনি প্রথম আইপিএস অফিসার যাঁকে সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা পদে বসানো হয়েছিল। তারপরেই তাঁকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল।
তাই নাগেশ্বর রাওকে বদলি করা নিযে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে

English summary
M Nageswar Rao removed as Additional Director CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X