For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা : কাশ্মীরি নেতাদের মুক্তির দাবি, যন্তরমন্তরে বিরোধী ঐক্যের ডাক স্ট্যালিনের

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করতে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য নেতাদের গ্রেফতার করেছিল প্রশাসন।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করতে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য নেতাদের গ্রেফতার করেছিল প্রশাসন। তাঁদের অবিলম্বে মুক্তির দাবিতে বৃহস্পতিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-অবস্থানের ডাক দিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। তিনি এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও।

৩৭০ ধারা : কাশ্মীরি নেতাদের মুক্তির দাবি

স্ট্যালিন বলেন, তিনি অন্যান্য কেন্দ্র-বিরোধী দলের সংসদদের আহ্বান জানান, এই বিক্ষোভ অবস্থান সামিল হয়ে বিরোধী কণ্ঠকে আরও জোরদার করতে। কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করার নিন্দা জানিয়ে স্টালিন এক বিবৃতি দেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক নেতাদের আটক করে রাখার ঘটনা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা লতিজা মুফতি একটি চিঠি লিখে মায়ের মুক্তির আবেদন করেন।

স্ট্যালিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কারফিউ চাপিয়ে, দমনকারী বাহিনী ব্যবহার করে ৩৭০ ধারা বিলোপের আইন কার্যকর করেছে। কাশ্মীরকে বিচ্ছিন্ন করে ছেড়েছে। তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন আইএএস টপার ছাড়াও জম্মু ও কাশ্মীরে আটকদের তালিকায় রয়েছেন একজন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, সাত প্রাক্তন প্রতিমন্ত্রী, শ্রীনগরের মেয়র ও ডেপুটি মেয়র এবং বেশ কয়েকজন বিধায়ক।

এই তালিকায় রয়েছেন আইনজীবী, ব্যবসায়ী, অধ্যাপক, বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং নাগরিক সমাজের অনেকেই। প্রথমে তাঁদের নজরবন্দি ও গৃহবন্দি করে রাখা হয়। তারপর ৩৭০ ধারা বিলোপ কার্যকর হওয়ার পর গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে সামিল হচ্ছেন স্ট্যালিন। এই আন্দোলনকে কেন্দ্র করে ফের একবার বিরোধী ঐক্য গড়ে ওঠে কি না, সেটাই দেখার।

English summary
DMK chief M K Stalin calls all other parties in Jantar-Mantar on demand of releasing Kashmiri leader. He wants to build protest movement against Article 370 ban.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X