For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণহিংসার ঘটনা ক্রমে বাড়ছে, উদ্ভট কারণ দর্শালেন বিজেপি সাংসদ হরি ওম

বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডের দাবি, ভারতে গণহিংসার ঘটনা বাড়ার কারণ মুসলিম জনসংখ্যার বৃদ্ধি।

Google Oneindia Bengali News

দেশে একের পর এক গণহিংসার ঘটনা ঘটে চলেছে। ভারতের বিরোধী দলগুলোর দাবি বিজেপি সরকারই দেশে এরকম গনগনে পরিবেশ তৈরি করেছে। কিন্তু উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরি ওম পান্ডে এর পিছনে অন্য কারণ দেখছেন। তাঁর মতে দেশে ব্যাপক হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে, তার জন্যই বাড়ছে গণহিংসার ঘটনা।

গণহিংসার ঘটনা বাড়ছে, কারণ জানেন হরি ওম

বৃহস্পতিবারই আরেক বিজেপি সাংসদ জানিয়েছিলেন ভারতে হিন্দুত্বকে রক্ষা করতে হলে, হিন্দুদেরর অন্তত পক্ষে ৫ টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত । একদিন পরেই ফের মুসলিম জনসংখ্যা বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আরেক বিজেপি সাংসদ।

হরি ওম পান্ডের মতে, 'ভারতের প্রধান সমস্যা সন্ত্রাস, অপরাধ, গণপ্রহারের ঘটনা বেড়ে যাওয়া, এর মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি। স্বাধীনতার সময়ের সঙ্গে যদি তুলনা করা হয়, দেখা যাবে আজ কত ব্যাপক হারে বেড়েছে ভারতের জনসংখ্যা। আর এর জন্য মুসলিম সম্প্রদায়ই দায়ী।'

তাঁর যুক্তি জন্ম নিয়ন্ত্রণ বা কোনও রকম পরিবার পরিকল্পনাই মুসলিম সম্প্রদায় মানতে চায় না। তাদের ধর্মীায় নেতারা সটান বলে দেন, 'আল্লার নিষেধ আছে'। এই জন্যই দেশে, গণহিংসা, সন্ত্রাস, অপরাধ বাড়ছে।

হরি ওমের আরও দাবি এভাবে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে ভারতও একদিন পাকিস্তানে পরিণত হবে। সেটা ভারতীয়দের জন্য ভাল হবে না। তাই তাঁর দাবি, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সংসদে একটি বিল আনা হোক।

English summary
BJP lawmaker Hari Om Pandey claims, the reason behind the increase in lynching incidents is the increase in Muslim population in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X