চন্দ্রগ্রহণ ২০২০: আরও এক 'গ্রহণ' খুব শিগগিরিই আসন্ন! জানুন দিন, সময়, ক্ষণ
সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে সবেমাত্র এক সপ্তাহ পার হয়নি। এবার চন্দ্রগ্রহণ আসন্ন। উল্লেখ্য, জুন মাসের শুরুতেই একটি চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এবার আরো একটি চন্দ্রগ্রহণ আসতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, এই চন্দ্রগ্রহণের সময়, তারিখ, ক্ষণ।

চন্দ্রগ্রহণের তারিখ
আগামী ৫ জুলাই আরও একটি চন্দ্রগ্রহণ সম্পন্ন হবে। জুন মাসের ৫ তারিখেও একটি চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়। এরপর এক মাসের মধ্যে আরও একটি চন্দ্রগ্রহণ আসন্ন। আর তা জুলাই মাসের প্রথম সপ্তাহেই।

৫ জুলাই চন্দ্রগ্রহণের সময়, ক্ষণ
৫ জুলাই চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ৮:৩৮ মিনিটে। ভারতীয় সময় সকালে এই গ্রহণের 'ক্ষণ' থাকায়, এদিনের গ্রহণ পরিলক্ষিত হবে না ভারত থেকে। সেদিন বেলা ১১:২১ মিনিট নাগাদ উপচ্ছায়া অন্তিম পর্যায়ে যাবে। এরপর গ্রহণ চলবে দুপুর ২ :৪৩ মিনিট পর্যন্ত।

কোন কোন দেশে দেখা যাবে এমন ঘটনা ?
মূলত উত্তর ও পূর্ব ইওরোপ, আফ্রিকার বিস্তীর্ণ ভূভাগ , উত্তর আমেরিকার বহু অংশে দেখা যাবে এই গ্রহণ। ভারত মহাসাগরের কিছু জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে।

৩০ দিনে ৩ গ্রহণ
৫ জুলাইয়ের গ্রহণ সহ একসঙ্গে ৩০ দিনে পর পর ৩ টি গ্রহণ সম্পন্ন হল। যা মাহাজাগতিক দিক থেকে একটি বড় ঘটনা বলে মনে করা হয়। জ্যোর্তিবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্র সমস্ত দিক থেকেই এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানের মতো নেপালও কি চিনকে এলাকা উপহার দিচ্ছে? লাদাখের উত্তেজনায় নয়া মোড়
{quiz_184}