For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউগামী ইন্ডিগো বিমান ঘুরে পাকিস্তানের করাচিতে অবতরণ, নেপথ্যে কোন কারণ

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিগোর বিমান যাচ্ছিল শারজা থেকে লখনউ। আর মাঝপথে আচমকা বিমান ঘুরে গিয়ে তা যেতে থাকে পাকিস্তানের দিকে। শেষমেশ তা ল্যান্ড করে পাকিস্তানের করাচিতে। ঘটনা ঘিরে অনেকেই হতবাক হলেও, এমন জরুরি পর্যায়ের অবতরণের নেপথ্য়ে রয়েছে এক মেডিক্যাল ইমার্জেন্সির ঘটনা।

লখনউগামী ইন্ডিগো বিমান ঘুরে পাকিস্তানের করাচিতে অবতরণ, নেপথ্যে কোন কারণ

জানা গিয়েছে,জরুরি কালীন অবতরণের এই ঘটনার নেপথ্যে রয়েছে এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতির ঘটনা। জানা গিয়েছে, বিমানে এক যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছিল। এরপর তিনি বিমানেই প্রয়াত হন। সেই ঘটনার জেরেই তড়িঘরি বিমান অবতরণ করতে হয় করাচিতে।

জানা গিয়েছে, পরিস্থিতির কথা জানতে পেরেই পাকিস্তানের তরফে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়। ইন্ডিগোর বিমান 6E1412 কে জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখেই ছাড়পত্র দেয় পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি। জানা গিয়েছে,মৃত যাত্রীর নাম হাবিবুর রহমান। প্রসঙ্গত, বহুদিন ধরেই পাকিস্তান বনাম ভারতের সংঘাত খানিকটা চরমে পৌঁছলেও সাম্প্রতিক দুই দেশের মধ্যে সংঘাতের পারদ স্তিমিত হয়েছে কিছুটা। ইমরান খানের বিমানকে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টায়।

English summary
Lucknow-bound IndiGo flight diverted to Karachi following medical emergency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X