For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফায় তামিলনাড়ু সহ ১১ রাজ্যের ১১৭টি আসনে ভোটপর্ব শেষ

Google Oneindia Bengali News

ষষ্ঠ দফায় তামিলনাড়ু সহ ১১ রাজ্যের ১১৭টি আসনে শুরু হল ভোটগ্রহণ
নয়াদিল্লি, ২৪ এপ্রিল : লোকসভা ভোটের ষষ্ঠ দফায় পশ্চিমঙ্গের ৬ টি আসন সহ গোটা দেশের ১১ টি রাজ্যের ১১৬টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি আসনে ভোটপর্ব মিটল। কংগ্রেস, বিজেপি সহ এআইএডিএমকে, ডিএমকে, এনসিপি এবং শিবসেনার মতো বেশ কয়েকটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হল এদিন। ১৮ কোটির বেশি সংখ্যক ভোটার এদিন ভোট দিয়েছেন।

তামিলনাড়ু
এই কেন্দ্র থেকে মোট ৩৯ টি আসনে আজ ভোট নেওয়া হল।এই কেন্দ্রে বহুমুখী লড়াই হলেও মুল যুদ্ধটা জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে এবং করুণানিধি-এম কে স্টালিন নেতৃত্বাধীন ডিএমকে-র মধ্যে। বিজেপি তামিলনাড়ুতে তৃতীয় শক্তি হিসাবে লড়াই করছে। এমডিএমকে,ডিএমডিকে,ভিসিকে,ডিকে,পিএমকের মতো অপেক্ষাকৃত ছোটো দ্রাবিড় দলগুলির সঙ্গে জোট রয়েছে বিজেপির।

দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি।
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.১৯ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৩ শতাংশ।

উত্তরপ্রদেশ
এই রাজ্যের গুরুত্বপূর্ণ ১২টি আসনে আজ ভোটগ্রহণ হল। আজই শাসক দল সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ভাগ্য নির্দারণ হল। মৈনপুরী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুলায়ম সিং যাদব। মুলায়মের বউমা ডিম্পল যাদব কনৌজ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ ফারুকাবাদ থেকে, হেমা মালিনী মথুরা থেকে লড়ছেন। আরএলডির টিকিটে ফতেপুর সিক্রি থেকে লড়ছেন অমর সিং।

দুপুর ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫ শতাংশ।
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.৬২ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৫৮.৫ শতাংশ।

বিহার
ষষ্ঠ দফায় পশ্চিম ও উত্তরপূর্ব বিহারে ৭টি আসনে ভোট নেওয়া হল। আরজেডি-কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গে বিজেপি-এলজেপি-রাষ্ট্রীয় লোক সমতা পার্টির জোটের মধ্যেই মূল যুদ্ধ এই কেন্দ্রগুলিতে। রাজ্যের শাসক দল সংযুক্ত জনতা দল অবশ্য এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে।

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬০ শতাংশ।

ঝাড়খণ্ড
দুমকা,রাজমহল এবং গোড্ডা এই তিন সাঁওতাল পরগনা এবং শিল্পতালুক ধানবাদ এই চার কেন্দ্রে আজ ভোট নেওয়া হল। দুমকায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো শিবু সোরেন ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক প্রধান বাবুলাল মারান্ডির মধ্যে জোড় লড়াই হল। ২০০৯ সালে দুমকা থেকে শিবু সোরেন জিতেছিলেন। রাজমহল, গোড্ডা, ধানবাদ থেকে জিতেছিল বিজেপি।

দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৪৩ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬৩.৪ শতাংশ।

মধ্যপ্রদেশ
এই রাজ্যের ১০টি আসনে ভোটগ্রহণ চলছে। এই রাজ্য থেকে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। বিজেপির শীর্ষ নেত্রী সুষমা স্বরাজ বিদিশা থেকে দাঁড়িয়েছেন। দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিংয়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হার-জিতের ফয়সলা তো ১৬ মে জানা যাবে, তবে এই কেন্দ্র থেকে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত। রাহুল গান্ধী ঘনিষ্ঠ সাংসদ মীনাক্ষী নটরাজন মান্দসৌর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬৪ শতাংশ।

মহারাষ্ট্র
১৯টি আসনে আজ ভোট নেওয়া হয়েছে। মুম্বইয়ের ৬টি আসন আজকের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের মিলিন্দ দেওরা, গুরুদাস কামাথ,প্রিয়া দত্ত, সঞ্জয় নিরুপম মুম্বই থেকে পুনর্নিবাচন চাইছেন। ব্যাঙ্ক কর্মী থেকে আপ নেত্রী মীরা সান্যাল ও সমাজসেবী মেধা পাটকর মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয়া দত্তের বিপরীতে বিজেপির প্রয়াত নেতা প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন লড়ছেন। ৯ বারের কংগ্রেস সাংসদ মানিকরাও গাফিত দশম বার নিজের ভাগ্য পরীক্ষার জন্য লড়ছেন। যদি এমএনএস শিব সেনার ভোটে ভাগ বসাতে পারে তাহলে কংগ্রেস-এনসিপি জোট তার সুবিধা পেতে পারে।

মহারাষ্ট্রে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৩৩ শতাংশ।

রাজস্থান
এই দফায় ৫ টি আসনে রাজস্থানে ভোটগ্রহণ হল। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন সাওয়াই মাধোপুর থেকে নির্বাচন লড়ছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বারমের থেকে লড়ছেন। বারমের থেকেই নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির যশবন্ত সিং।

প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে ২৯ শতাংশ।
দুপুর ১টা পর্য়ন্ত ভোট পড়ল ৪০ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৫৯.২ শতাংশ।

ছত্তিশগড়
৭টি আসনে ভোটগ্রহণ হল এদিন। এই রাজ্য থেকে গত শুধুমাত্র ১টি আসনই জিতেছিল কংগ্রেস। বিলাসপুর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন।

প্রথম ৩ ঘন্টায় ভোট পড়েছে ২০ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.৫ শতাংশ।

পশ্চিমবঙ্গ
(বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন)

জম্মু ও কাশ্মীর
একটি আসনেই ভোটগ্রহণ হল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্র থেকে পিডিপি নেতা মেহবুবা মুফতি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্র থেকে জিতবে বলেই আশা পিডিপির।

সন্ধে ৬টা পর্যন্ত এখানে ভোট পড়ল ২৮ শতাংশ মাত্র।

অসম
এই রাজ্যের ৬ কেন্দ্র থেকে ভোট নেওয়া হল। গুয়াহাটিতেও আজই ভোটগ্রহণ হল। গুয়াহাটি কেন্দ্র থেকে সস্ত্রীক ভোট দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দুপুর পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশের বেশি। সন্ধে ৬টা পর্যন্ত এখানে ভোট পড়ল ৭৭.৫ শতাংশ।

English summary
LS elections: voting in 117 seats in phase 6, High stakes in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X