For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেড়ে গেল গ্যাসের দাম! মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে দাম কত হল

ভোট চলাকালীন একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে বিভিন্ন নেতা নেত্রীদের। তবে, এত কিছুর মধ্যেও সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে ফের বেড়ে গেল গ্যাসের দাম।

  • |
Google Oneindia Bengali News

ভোট চলাকালীন একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে বিভিন্ন নেতা নেত্রীদের। তবে, এত কিছুর মধ্যেও সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে ফের বেড়ে গেল গ্যাসের দাম। রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৮ পয়সা। আর বাণিজ্যনগরী মুম্বইতে এই দাম বেড়েছে ১৯ পয়সা প্রতি সিলিন্ডারের হিসাবে।

পঞ্চম দফা ভোটের মুখে বেড়ে গেল গ্যাসের দাম! মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে দাম কত হল

পয়লা মে , অর্থাৎ আজ থেকে এই দাম বেড়ে মেট্রো শহরগুলিতে গ্যাসের দাম দাঁড়িয়েছে, দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৭১২.৫০ টাকা, মুম্বইতে ৬৮৪.৫০ টাকা, কলকাতায় ৭৩৮.৫০টাকা, চেন্নাইতে ৭২৮.০০ টাকা। দেখা যাচ্ছে দেশের সবচেয়ে বড় ৪ শহরের মধ্যে কলকাতাতেই ভর্তুকিহীন গ্যাসের দাম সবচেয়ে বেশি।

ভর্তুকিযুক্ত গ্যাসের দাম যাথাক্রমে (সিলিন্ডার প্রতি)
-

কলকাতা- ৪৯৯.২০ টাকা


দিল্লি- ৪৯৬.১৪ টাকা


মুম্বই-৪৯৩.৮৬ টাকা


চেন্নাই-৪৮৪.০৩ টাকা

উল্লেখ্য, একজন ব্যক্তি এক বছকে ১২ টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত দামে পেতে পারেন। আর তার বেশি সিলিন্ডার পেতে হলে তাঁকে ভর্তুকিহীন দামে কিনতে হবে। গ্যাস সিলিন্ডারের দাম ছাড়াও একাধিক নিয়মেরও পরিবর্তন হয়েছে ১ লা মে থেকে। তার মধ্যে যেমন ব্যাঙ্কিং সেক্টর রয়েছে। তেমনই রয়েছে যাত্রী পরিবহণ ক্ষেত্রে।

English summary
LPG Prices Hiked, Here's How Much You Pay For Cooking Gas Cylinders Now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X