For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমজনতার মাথায় ঘা! দীপাবলির আগে অনেকটা দাম বাড়ল রান্নার গ্যাসের

দীপাবলির আগে আমজনতার মাথায় ঘা মেরে রান্নার গ্যাসের দাম অনেকটা বাড়ল।

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির আগে আমজনতার মাথায় ঘা মেরে রান্নার গ্যাসের দাম অনেকটা বাড়ল। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন সমস্ত ধরনের সিলিন্ডারেই দাম বেড়েছে। ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা হারে বেড়েছে। আর ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ২.৯৪ টাকা হারে বেড়েছে।

দীপাবলির আগে অনেকটা দাম বাড়ল রান্নার গ্যাসের

বুধবার এই দাম বৃদ্ধির ঘোষণা হয়েছে। এদিন থেকে তা কার্যকর করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সাফাই কর বেড়ে যাওয়ায় দাম বাড়াতে হয়েছে। সবমিলিয়ে জুন মাস থেকে ধরলে এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ১৪.১৩ টাকা হারে বাড়ল।

এখন ১৪.২ কেজির ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম পড়বে ৫০৫.৩৪ টাকা। যা আগে ছিল ৫০২.৪০ টাকা। এদিকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৮০ টাকা। এমাসে ৬০ টাকা বাড়ার আগে গত মাসে দাম ৫৯ টাকা বেড়েছিল। যার অর্থ মাত্র একমাসের মধ্যে ১১৯ টাকা দাম বাড়ানো হল।

সারা দেশে ২৬ কোটি এলপিজি গ্রাহক রয়েছেন। যার মধ্যে ২৫.৭০ লক্ষই হল ঘরোয়া ক্যাটেগরিতে সিলিন্ডার নেন। এত সংখ্যক মানুষের উপরে এবার অতিরিক্ত টাকার বোঝা চাপল। প্রতি মাসে এলপিজির দাম রিভাইস হয় আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরে। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের চাপ পড়ায় সিলিন্ডারের দাম বেড়েছে।

English summary
LPG cylinder price rises again before Diwali celebration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X