For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার থেকে আরও কিছুটা মহার্ঘ হল রান্নার গ্যাসের সিলিন্ডার

শুক্রবার থেকে আরও কিছুটা মহার্ঘ হল জ্বালানি গ্যাসের সিলিন্ডার।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে আরও কিছুটা মহার্ঘ হল জ্বালানি গ্যাসের সিলিন্ডার। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ২.০৮ টাকা। এদিকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৪২.৫০ টাকা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। বর্তমানে দুই ধরনের গ্রাহকই বছরে ১২টি করে সিলিন্ডার পেয়ে থাকেন।

শুক্রবার থেকে আরও মহার্ঘ হল রান্নার গ্যাসের সিলিন্ডার

যার ফলে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৪৯৫.৬১ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭০১.৫০ টাকা। গত তিনমাসে দাম কমার পরে এদিন দাম বাড়ানো হল।

নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ভর্তুকিযুক্ত সিলিন্ডারে ১৩.৮৯ টাকা দাম কমেছিল। ভর্তুকিহীন সিলিন্ডারে দাম কমেছিল ২৮৩.৫ টাকা।

ফেব্রুয়ারি মাসে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ছিল ৪৯৩.৫৩ টাকা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৫৯ টাকা। এবার সেটাই বেড়ে গেল অনেকটাই।

ভর্তুকিযুক্ত সিলিন্ডারে যে টাকা ফের ব্যাঙ্ক অ্যাকাউ্টে ফেরত যেত তা ফেব্রুয়ারিতে ছিল ১৬৫.৪৭ টাকা। মার্চ মাসে তা বেড়ে ২০৫.৮৯ টাকা হয়েছে বলে জানা গিয়েছে।

English summary
LPG cylinder becomes costlier after three months of rate cuts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X