করোনায় ত্রস্ত দেশ, প্যানিক মোকাবিলায় এলপিজির বুকিংএ-র সময়সীমা নির্দিষ্ট করল সংস্থাগুলি
রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফে সাধারণ মানুষকে আতঙ্কে বুকিং না করার জন্য আহ্বান জানিয়েছে। তেল সংস্থাগুলি লকডাউনে বিতরণ ব্যবস্থা বজায় রাখলেও পরিবর্তির পরিস্থিতিতে গ্রাহকরা কেবল ১৫ দিনের ব্যবধানে এলপিজি বুকিং করতে পারবেন বলে জানানো হয়েছে।

আতঙ্কে বেশি বুকিং
কেন্দ্রের তরফে ১৪ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এলপিজি সরবরাহ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। যার জেরে আতঙ্কে অনেকেই বেশ করে গ্যাস বুকিং শুরু করে দিয়েছেন।

গ্রাহকদের আশ্বাস আইওসির
তবে আইওসির চেয়ারম্যানের তরফে একটি ভিডিও বার্তায় আশ্বাস দেওয়া হয়েছে দেশে এলপিজির কোনও অভাব নেই। গ্রাহকরা যাতে প্যানিক বুকিং না করেন, তার জন্যও আহ্বান জানানো হয়েছে। দেসে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলেও জানানো হয়েছে।

১৫ দিনের ব্যবধানে বুকিং
একটি সর্বভারতী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইওসি জানিয়েছে গ্রাহকরা ১৫ দিনের ব্যবধানে বুকিং করতে পারবেন।

প্ল্যান্টগুলিকে পুরো মাত্রায় কাজের নির্দেশ
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম তাদের প্ল্যান্টগুলিকে নির্দেশে বলেছে, সিলিন্ডার বিতরণ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে যেন পুরো মাত্রায় সেখানে কাজ করা হয়।
মদ না পেয়ে একের পর এক আত্মহত্যা, কেরলে অনলাইন সার্ভিসের ভাবনা বিজয়নের