২৭ ডিসেম্বর করোনা রিপোর্ট: ভারতে গত ৬ মাসে সবচেয়ে কম করোনার দৈনিক আক্রান্ত আজ! পরিসংখ্যান একনজরে
ভারতে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যায় গত ৬ মাসের নিরিখে সবচেয়ে কম সংখ্যক আক্রান্তের পরিসংখ্যান আজ প্রকাশ্যে এল। ২৭ ডিসেম্বরের করোনা রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,৭৩২ জন। রিপোর্ট বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০১,৮৭,৮৫০ জন।


রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। যার জেরে দেসের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৭,৬২২ জন। মোট অ্যাক্টিভ কেস আপাতত দাঁড়িয়ে ২,৭৮,৬৯০ তে। প্রসঙ্গত, দেখা যাচ্ছে, দেশে করোনার সংক্রমনে যা দৈনিক পরিসংখ্য়ান তাতে কমতি রয়েছে। এর আগে ২৮ জুলাই থেকে উৎসবের মরশুমের আগে পর্যন্ত একটা সময় করোনায় দৈনিক আক্রান্ত ৫০ হাজারের উপরে উঠে গিয়েছিল।
এর আগে,২৬ ডিসেম্বরের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২, ২৭৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২৩, ০৬৭। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৭, ৩৪৩ -তে। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৭, ৪০, ১০৮ জন। এদিকে, ২৭ ডিসেম্বরের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২১,৪৩০ জন। মোট সুস্থতার সংখ্যা ৯৭,৬১,৫৩৮ জন।