For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝআকাশে কেবিনে লো প্রেসার, ১০০-র বেশি যাত্রী নিয়ে জরুরী অবতরণ দিল্লীগামী বিমানের

১০০-রও বেশি যাত্রী নিয়ে মুম্বই থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান, জরুরি অবস্থায় আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

Google Oneindia Bengali News

মাঝ আকাশে হঠাত লো কেবিন প্রেসার দেখা দেওয়ায় মুম্বই থেকে দিল্লীগামী স্পাইসজেটের একটি বিমান বুধবার সকালে আহমেদাবাদে জরুরী ভিত্তিতে অবরণ করে। বিমানটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। স্পাইসজেটের মুখরাত্র জানিয়েছেন এই ঘটনায় সব যাত্রীই সুস্থ আছেন।

১০০-র বেশি যাত্রী নিয়ে জরুরী অবতরণ দিল্লীগামী বিমানের

ওই মুখপাত্র জানিয়েছেন বিমানটি স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমান। ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিমানটি মুম্বই থেকে দিল্লি যাচ্ছিল। হাত করে কেবিনের চাপ কমে যাওয়ায় অক্সিজেনের অভাবে অনেক যাত্রীরই শ্বাসকষ্ঠ শুরু হয়। তবে সঙ্গে সঙ্গেই প্লেনে থাকা অক্সিজেন মাস্ক নেমে আসে। সেই মুখোশ পড়ে তারা স্বস্তি পান।

এরপরই বিমানের মুখ ঘুরিয়ে কাছের আহমেদাবাদ বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটি নিরাপদেই অবতরণ করে। মাটিতে নামার পর যাত্রীদের পরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। তবে সবাই সুস্থই ছিলেন।

সাধারণত, চাপ নিয়ন্ত্রক যন্ত্র বিগড়ে গিয়ে কিংবা বিমানের জানলার কাঁচে ফাটল ধরলে কেবিনের চাপ কমে যায়। সমুদ্র থেকে যে উচ্চতায় বিমান ওড়ে সেখানে বায়ুর চাপ খুব কম থাকায় কেবিনের ভিতরে চাপ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে মাঝ আকাশে কেন এরকম হল।

English summary
Delhi-bound SpiceJet aircraft from Mumbai, carrying over 100 passengers, forced to land at Ahmedabad airport this morning under emergency conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X