For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে লাভ জিহাদকাণ্ডে মৃত আফরাজুলের খুনিকে সম্মান জানিয়ে যা করা হল

গত ২৫ মার্চ রামনবমীর দিন যোধপুরে শম্ভুনাথের সম্মানে এক শোভাযাত্রা বের করা হয়।

  • |
Google Oneindia Bengali News

কয়েকমাস আগে, রাজস্থানে বাংলার শ্রমিক আফরাজুলকে নৃশংসভাবে হত্যা করে , সেই হত্যাকাণ্ডের ভিডিও আপলোড করে শম্ভুনাথ রেগার। লাভ জিহাদের বিরোধিতা করে এই খুন বলেও ভিডিও তে দবি করে সে। ঘটনার পর শম্ভুনাথকে গ্রেফতার করে পুলিশ। তবে এবার সেই খুনি শম্ভুলালের সম্মানের বের হল রামনবমীর শোভাযাত্রা।

রাজস্থানে লাভ জিহাদকাণ্ডে মৃত আফরাজুলের খুনিকে সম্মান জানিয়ে যা করা হল

[আরও পড়ুন: বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, মসনদ থেকে মোদীকে সরানোর সূত্র দিলেন মমতা][আরও পড়ুন: বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, মসনদ থেকে মোদীকে সরানোর সূত্র দিলেন মমতা]

গত ২৫ মার্চ রামনবমীর দিন যোধপুরে শম্ভুনাথের সম্মানে এক শোভাযাত্রা বের করা হয়। যা নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতে থাকে ছবি। একজনকে শম্ভুনাথের মতো করে সাজিয়ে সেখানে বসানো হয়। সেই ব্যক্তির পায়ের তলায় রাখা হয় আরেক জনকে। যাঁকে সাজানো হয় মৃত আফরাজুল হিসাবে।

এছাড়াও গাড়ির সঙ্গে লাগানো হয় একটি ব্যানার । যেখানে ব্যানারে কিছু উস্কানিমূলক বার্তা লেখা থাকে। পাশাপাশি সেখানে শম্ভুনাথকে লাভ জিহাদ নিধনকারী হিসাবে তকমাও দেওয়া হয়। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে রাজস্থানের রাজমসান্দে আফরাজুলকে হত্যা করে শম্ভুনাথ। তা নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে।

[আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যের ৯১জন কৃষক জানালেন স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন, শুরু হইচই][আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যের ৯১জন কৃষক জানালেন স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন, শুরু হইচই]

English summary
Love jihad case murderer Shambhulal Regar Honored in Ram Navami celebration .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X