For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিসভার রদবদলে নিয়ে চলছে ব্যাপক দর কষাকষি, পাইলটকে শান্ত করতে কোন কৌশল নিচ্ছে কংগ্রেস?

মন্ত্রিসভার রদবদলে সায় শীর্ষ নেতৃত্বের! পাইলটকে শান্ত করতে কোন রাস্তায় কংগ্রেস?

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক সপ্তাহে ফের কংগ্রেস শিবিরের অন্দরের দ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু রাজ-স্থানের রাজ্য-রাজনীতিতে। অশোক গেহলট-সচিন পাইলট ক্ষমতা নিয়ে টানাপোড়েনের মাঝেই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। এদিকে গত সপ্তাহের শেষেই দিল্লি থেকে ঘুরে এসেছেন পাইলট। পাইলটকে শান্ত করতে ইতিমধ্যেই মাঠেও নেমেছে কংগ্রেস হাইকমান্ড।

৫ থেকে ৬টি পদের দাবি সচিনের

৫ থেকে ৬টি পদের দাবি সচিনের

এমনকী পাইলেটের দাবি মেনে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমনকী সচিনের অনুগামীদের মন্ত্রিসভার স্থান দেওয়ার জন্য নির্দেশ এসে গিয়েছে খোদ এআইসিসি থেকেও। সূত্রের খবর, মন্ত্রিসভায় সচিন শিবিরকে তিনটি পদ দেওয়ার কথা বলছে হাইকমান্ড। যদিও ৫ থেকে ৬টি পদের দাবিতে অনড় রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত দলের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।

 কর্পোরেশন ও বোর্ডেও চাই প্রতিনিধিত্ব

কর্পোরেশন ও বোর্ডেও চাই প্রতিনিধিত্ব

পাশাপাশি কর্পোরেশন ও বোর্ডেও নিজেদের প্রতিনিধিত্ব রাখতে চাইছে সচিন শিবির। তবে এই বিষয়ে এখনও দরকষাকষি চলছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বর্তমানে অশোক গেহলটের মন্ত্রিসভায় ৯টি ফাঁকা পদ পড়ে রয়েছে। পাশাপাশি রাজস্থানে যে সমস্ত বরিষ্ঠ কংগ্রেস বিধায়ক এখনও পর্যন্ত ৫ থেকে ৬ মার নির্বাচনে জয়লাভ করেছে তাদের মন্ত্রিত্বের বিষয়টিও ভেবে দেখে শীর্ষ নেতৃত্ব।

 সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নজর কংগ্রেসের

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নজর কংগ্রেসের

তবে সবকটিতেই যাতে যোগ্য প্রার্থীদের বসানো যায় সেই বিষয়ে সচেষ্ট শীর্ষ নেতৃত্ব। অনেকদিকে সমানতালে দলের সাংগঠিনক শক্তিবৃদ্ধিরও চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৮ জন স্বাধীন নেতা ও বহুজন সমাজবাদী পার্টির নেতাদের কংগ্রেসে যোগদান করা আহ্বান জানানো হয়েছে।

 নতুন চাল গেহলটের

নতুন চাল গেহলটের

অন্যদিকে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে কোভিড থেকে পুরোপুরি সেরে ওঠার জন্যই চিকিৎসকেরা অশোক গেহলটকে বর্তমানে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই সময় তিনি কোনও রাজনৈতিক বিষয় তো দূর কারও সঙ্গে দেখাই করবেন। এমনকী আগামী দু'মাস মন্ত্রিসভার কোনও রদবদল হবে না বলেও সাফ জানানো হয়েছে। যদিও সচিন শিবিরের দাবি শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সংকেত মিললেও তাদের ঠেকিয়ে রাখতেই এই নয়া চাল খেলছেন গেগলট, তবে তাতে বিশেষ কাজ হবে না।

দিল্লিতে পা রেখেই কয়লা মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল ধনখড়! নজর রাখছে তৃণমূলওদিল্লিতে পা রেখেই কয়লা মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল ধনখড়! নজর রাখছে তৃণমূলও

English summary
Cabinet reshuffle order from top leadership! Congress on which road to calm sachin pilot?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X