For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অযোধ্যায় মন্দির তৈরির জন্যই ভগবান রামই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন'

Google Oneindia Bengali News

বুধবার লোকসভায় রামমন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘোষণার পরেই সংসদ ভবনে শুরু হয় যায় 'জয় শ্রীরাম' ধ্বনি। বহু প্রতিক্ষিত রামমন্দির নির্মাণের এই ঘোষণার পরই বিজেপি সাংসদরা কুর্নিশ জানাতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন বিজেপি সাংসদ গিরিরাজ সিংও।

 মোদীর প্রশংসায় গিরিরাজ সিং

মোদীর প্রশংসায় গিরিরাজ সিং

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টটি তৈরি করতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। আজ সংসদ ভবন থেকে বেরিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। আজ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যায় মন্দির নির্মাণের জন্যে ট্রাস্ট গঠন করল কেন্দ্রীয় সরকার। সেই সময় মোদী জানান, রাম মন্দির তৈরির জন্য ৬৭ একর জমি দেওয়া হয়েছে অযোধ্যায়।

'এই মুহূর্তের জন্যে বহু বছর অপেক্ষা'

'এই মুহূর্তের জন্যে বহু বছর অপেক্ষা'

এরপরই গিরিরাজ সিং বলেন, 'আমরা এই মুহূর্তের জন্যে বহু বছর অপেক্ষা করেছি। কংগ্রেস রামমন্দির নির্মাণে বহু বাধা দিয়ে এসেছে এত বছর ধরে। সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত মামলা চলাকালীনও তারা অনেক বাধা দেয়।' তিনি আরও বলেন, 'আমরা যখন বলতাম যে মন্দির ওখানেই হবে তখন কংগ্রেস আমাদের উপহাস করত।'

রামমন্দির নিয়ে কংগ্রেসকে আক্রমণ

রামমন্দির নিয়ে কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে রামমন্দির নিয়ে আক্রমণ করে গিরিরাজ এরপর বলেন, 'এখন আর কংগ্রেস আমাদের রামমন্দির নির্মাণের তারিখ জিজ্ঞাসা করে টিটকিরি দিতে পারবে না। আমরা রাম মন্দ্রি নির্মাণের দনিক্ষণ, স্থান সব চূড়ান্ত করেছি। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অধীনে অযোধ্যাতেই বিশাল রামমন্দির গড়ে উঠবে।'

'ভগবান রাম নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন'

'ভগবান রাম নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন'

এরপর প্রানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, 'আজ সংসদে যখন প্রধানমন্ত্রী মোদী অযোধ্যাতে রাম মন্দিরের উন্নয়নের জন্য এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন, তখন আমার মনে হচ্ছিল যেন ভগবান রাম তাকে এই দিনের জন্য প্রধানমন্ত্রী করেছিলেন।'

English summary
lord ram made narendra modi the pm for construction of temple in ayodhya said giriraj singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X