For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় শ্রীরাম!' অযোধ্যায় কয়েক শতকের অপেক্ষার অবসানের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ রামমন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন রাম-সীতাকে স্মরণ করে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এদিন প্রধানমন্ত্রী এদিন কত শতকের অপেক্ষার অবসানের ঘোষণা করেন।

ভূমিপুজোর জন্য পুরো দেশ রোমাঞ্চিত

ভূমিপুজোর জন্য পুরো দেশ রোমাঞ্চিত

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে সে জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ। ভারত আজ ভগবান রামের পাদদেশে এক স্বর্ণালী ভবিষ্যৎ লিখতে চলেছে। আজ পুরো ভারত রাম ময়। পুরো দেশ রোমাঞ্চিত। প্রত্যেকের মনে যেন দীপাবলী। বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে।'

কোটি কোটি মানুষের বিশ্বাস

কোটি কোটি মানুষের বিশ্বাস

এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, 'কোটি কোটি মানুষের বিশ্বাসই হয়তো হচ্ছে না যে জীবদ্দশায় তাঁদের এই স্বপ্নপূরণ হচ্ছে। অনেক বছর ধরে কাঠ আর তাঁবুর নিচে থাকা রামলালার জন্য এবার মন্দির নির্মাণ। ভাঙা গড়ার মধ্যে দিয়ে রাম জন্মভূমির এক অনন্য ইতিহাস রচিত হতে চলেছে।'

১৩০ কোটি দেশবাসীর তরফে মাথানত করে প্রণাম জানাচ্ছি

১৩০ কোটি দেশবাসীর তরফে মাথানত করে প্রণাম জানাচ্ছি

রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে সম্মান জানিয়ে মোদী বলেন, 'রাম মন্দিরের জন্য কয়েক প্রজন্ম অখণ্ড প্রচেষ্টা এবং এক নিষ্ঠ ভাবে চেষ্টা করেছে। আজকের দিন সেই সংকল্প ও ত্যাগের প্রতীক। অর্পণ আর তর্পণের প্রতীক। যাঁদের ত্যাগ, বলিদান ও সংঘর্ষের জন্য এই স্বপ্নপূরণ হচ্ছে আমি তাঁদের সবাইকে ১৩০ কোটি দেশবাসীর তরফে মাথানত করে প্রণাম জানাচ্ছি।'

প্রধানমন্ত্রীর প্রশংসায় যোগী আদিত্যনাথ

প্রধানমন্ত্রীর প্রশংসায় যোগী আদিত্যনাথ

এর আগে এদিন যোগী আদিত্যনাথ নিজের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংশা করে বলেন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্যেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এরপর তিনি আরও বলেন যে অনেকেই করোনার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তবে পরবর্তীতে তাঁদের সবাইকে অযোধ্যাতে ডেকে নিয়ে এসে অনুষ্ঠান করা হবে।

তোষণের পাকে মন্দির নিয়ে নীরব মমতা! রাজভবনে রাম মন্দিরের ভূমিপুজো উৎসব, জানালেন রাজ্যপালতোষণের পাকে মন্দির নিয়ে নীরব মমতা! রাজভবনে রাম মন্দিরের ভূমিপুজো উৎসব, জানালেন রাজ্যপাল

English summary
Lord Ram Lived Under Tent For Years, Now A Grand Temple For Him Says PM Narendra Modi during Bhoomi pujan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X