For Quick Alerts
For Daily Alerts
ইতিহাসে প্রথমবার মন্দায় দেশ! করোনায় 'আক্রান্ত' ভারতীয় অর্থনীতির বেহাল দশার 'রিক্যাপ'
২৫ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করার পর থেকে থমকে ছিল দেশের অর্থনীতি। দেশে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বারবার জিডিপির হ্রাস হয়েছে। এই পরিস্থিতিতে দেশের ইতিহাসে প্রথমবার মন্দার প্রকোপ দেখা গিয়েছে। এই করোনা আবহে ভারত পিছিয়ে পড়েছে অনেকাংশে। এই পতনের শুরু হয় ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক দিয়ে।
{photo-feature}

কলকাতাঃ রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোতে পঠন-পাঠন শুরু পুরোদমে
ফিরে দেখা ২০২০, 'নমস্তে ট্রাম্প' থেকে মার্কিন নির্বাচনে হার! কেমন কাটল ডোনাল্ড ট্রাম্পের বছরটা?