For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আত্মসমর্পণ করো নয়তো মুছে ফেলব' এক হুঁশিয়ারিতেই ৭১-এ আত্মসমর্পণ করেছিল পাকিস্তান

'আত্মসমর্পণ করো নয়তো মুছে ফেলব' এক হুঁশিয়ারিতেই ৭১-এ আত্মসমর্পণ করেছিল পাকিস্তান

Google Oneindia Bengali News

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দি ময়দানে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণ করে। এই দিনটির পিছনে রয়েছে ন'মাস ধরে রক্তপাত করে যাওয়া লাখ লাখ যোদ্ধা। এবং ছিল স্যাম মানেকশয়ের একটি হুঁশিয়ারি। 'নয় তোমরা আত্মসমর্পণ করো নয়তো তোমাদের মুছে ফেলব', ১৯৭১ সালের ডিসেম্বর, পাকিস্তানকে এই বার্তা দিয়েছিলেন ফিল্ড মার্শাল স্যাম মার্শাল। এরপরই পাকিস্তানের একে নিয়াজি তার অধীনে থাকা ৯৩ হাজার সেনাকে নিয়ে আত্মসমর্পণ করেছিলেন।

আত্মসমর্পণ করো নয়তো মুছে ফেলব এক হুঁশিয়ারিতেই ৭১-এ আত্মসমর্পণ করেছিল পাকিস্তান

দিনটা ছিল ১৯৬৯ সালের ৮ জানুয়ারি। বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় দিল্লি। মুক্তিযোদ্ধাদের নিরাশ করেননি স্যাম মানেকশ। ১৩ দিনের মধ্যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার অন্যতম নেপথ্য নায়ক ছিলেন তিনি। এরপর ১৯৭২ সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন স্যাম মানেকশ। সেনাবাহিনীর প্রতি এই অসামান্য অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি তাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়।

উল্লেখ্য, এদিনই ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে ভারতের বিজয়ের ৪৯ বছর। উদযাপন করছে বাংলাদেশও। তবে করোনা পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি মেনেই উভয় দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধেফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়।

বিজয় দিবস উদযাপনে অংশ নিতে পূর্ব কমান্ডের আমন্ত্রণে কলকাতায় আসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে ভারতের হাইকমিশনও এই অনুষ্ঠানের কথা জানিয়ে টুইটে লেখে, 'ইস্টার্ন কমান্ডের আমন্ত্রণে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্তাদের একটি প্রতিনিধি দল বিজয় দিবস উদযাপনে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে।'

English summary
look back at 1971 Muktijuddho when Sam Makenshaw's one sentence to AK Niazi made Pakistan Surrender
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X