For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শিবিরে জোর ধাক্কা ৪ লোকসভা উপনির্বাচনেও, হাতছাড়া যোগীরাজ্যের কৈরানা

২০১৮ সালে দশ রাজ্যের বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি লোকসভা উপনির্বাচনেও ধরাশায়ী বিজেপি। পাশাপাশি কর্ণাটকের আরআর নগরের বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেসের কাছে পরাজিত হয় বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালে দশ রাজ্যের বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি লোকসভা উপনির্বাচনেও ধরাশায়ী বিজেপি। পাশাপাশি কর্ণাটকের আরআর নগরের বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেসের কাছে পরাজিত হয় বিজেপি। এদিকে, লোকসভা নির্বাচনের ফল সামনে আসতেই দেখা যায় মহারাষ্ট্রের পলঘর ছাড়া বাকি সমস্ত কটি কেন্দ্রে পিছিয়ে রয়েছে বিজেপি। মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া কেন্দ্র থেকে জয়লাভ করে এনসিপি।

বিজেপি শিবিরে জোর ধাক্কা ৪ রাজ্যের লোকসভা উপনির্বাচনেও, হাতছাড়া যোগীরাজ্যের কৈরানা

উল্লেখ্য, বিজেপির গড় যোগীরাজ্যের কৈরানাতে বিজেপি-দূর্গ ধূলিস্যাৎ করে আসন জিতে নেয় আরএলডি। সেখানে আরএলডি প্রার্থী তবস্সুম হাসান ৫৫ হাজার ভোটে কোণঠাসা করে দেয় শাসক বিজেপি শিবিরকে। অন্যদিকে, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া কেন্দ্রে জয়ের পথে নিজেদের আরও পোক্ত করে দেয় শরদ পাওয়ারের ন্য়াশলিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এদিকে নাগাল্যান্ডে বিজেপি জোট সঙ্গী এনডিপিপি যদিও পায়ের তলার মাটি ধরে রাখতে সক্ষম হয়। প্রথম থেকেই এরা এগিয়ে ছিল প্রতিদ্বন্দ্বি এনপিপি-র থেকে। তবে , মহারাষ্ট্রের পলঘর কেন্দ্র থেকে লোকসভা উপনির্বাচনে ২৯৫৭২ ভোটে জয়লাভ করে বিজেপি।

বিজেপি শিবিরে জোর ধাক্কা ৪ লোকসভা উপনির্বাচনেও, হাতছাড়া যোগীরাজ্যের কৈরানা

[আরও পড়ুন:উত্তরপ্রদেশে ফের ডুবল বিজেপি, যোগীর রাজ্যই লোকসভায় পতনের পথ প্রশস্ত করার পথে][আরও পড়ুন:উত্তরপ্রদেশে ফের ডুবল বিজেপি, যোগীর রাজ্যই লোকসভায় পতনের পথ প্রশস্ত করার পথে]

উল্লেখ্য, এদিন বিধানসভা উপনির্বাচনেও বেশ কোণঠাসা হয়ে পড়ে বিজেপি। কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী আঞ্চলিক দল একের পর একআসন দখল করতে থাকে। অন্যদিকে, কর্ণাটকের আরআর নগর বিধানসভা নির্বাচনেও বিজেপিকে হারিয়ে এগিয়ে যায় কংগ্রেস। মমতার গড়ে মহেশতলা কেন্দ্র যেমন তৃণমূলের দখলেই থেকে যায়, তেমনই পঞ্জাবেও কংগ্রেস দখল করে রাখে শাহকোট কেন্দ্রকে। পাল্টা উত্তরপ্রদেশের নূরপুর কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির। ফলে সবমিলিয়ে ২০১৮ সালের কর্ণাটক নির্বাচনের পর ফের একবার রাজনৈতিক ধাক্কা খেল বিজেপি।

[আরও পড়ুন:বিজেপির ভরাডুবি কর্ণাটকে! আর আর নগর নির্বাচনে বিজয় নিশান উড়ল কংগ্রেসের][আরও পড়ুন:বিজেপির ভরাডুবি কর্ণাটকে! আর আর নগর নির্বাচনে বিজয় নিশান উড়ল কংগ্রেসের]

English summary
Loksabha Bypoll result 2018, Here is the detailed report .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X