For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় পাশ, আজ লোকসভায় তোলা হবে লোকপাল বিল

Google Oneindia Bengali News

রাজ্যসভায় পাশ, আজ লোকসভায় তোলা হবে লোকপাল বিল
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : ভোটাভুটি করে অবশেষে রাজ্যসভায় পাশ হল লোকপাল বিল। আজ লোকসভায় আনা হবে বিলটি। এদিকে আন্না এখনও অনড়। লোকসভাতেও পাশ হয়ে গেলে তবে উঠবে অনশন।

যদিও এই বিলে সন্তুষ্ট নয় সমাজবাদী পার্টি। বিলটিকে আটকানোর মরিয়া চেষ্টা করেছিল তারা। এমনকী কক্ষ থেকে ওয়াকআউট ও করে সমাজবাদী পার্টির সদস্যরা। কিন্তু সরকার চাইছে লোকপাল বিলকে এই অধিবেশনেই পাশ করিয়ে নিতে। একদিকে আন্না হাজারের অনশন যেমন সরকারের উপর চাপ বাড়াচ্ছে, তেমনই লোকসভা ভোটে লড়ার আগে একটা ইস্যু হাতে চাইছে কংগ্রেস।

তবে কংগ্রেস ও বিজেপির সুর এই একটা ইস্যু মিলিয়ে দিয়েছে। রাজ্যসভায় লোকপাল বিল পাশের দাবীতে কংগ্রেস ও বিজেপির সুর মিলে গিয়েছিল। শাসক ও প্রধান বিরোধী দল উভয়ই চাইছে আজকেই এই লোকপাল বিলকে পাশ করাতে।

সংসদে শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি। তার মধ্যেই এই বিলটি পাশ হয়ে যাক চাইছে প্রধান দুই রাজনৈতিক দল। গতকালই রাজ্যসভায় পাশ হয়েছে। তাই আজই লোকসভায় পাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিমধ্যে আন্নার অনশন ৮ দিনে পড়েছে। লোকসভায় বিলটি পাশ না হলে তিনি অনশন ভাঙবেন না তা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

English summary
Lokpal bill passed in Rajya Sabha, Lok Sabha to take it up today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X