For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় পাশ হল লোকপাল বিল, খুশির হাওয়া রেলেগাঁও সিদ্ধিতে

Google Oneindia Bengali News

লোকসভায় পাশ হল লোকপাল বিল, খুশির হাওয়া রেলেগাঁও সিদ্ধিতে
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : রাজ্যসভায় পাশ হওয়ার পর লোকসভায় লোকপাল বিলের পাশ হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুধবার রাজ্যসভার সংশোধনী প্রস্তাব মেনে প্রধান দুই রাজনৈতিক দল ও অন্যান্য বেশ কয়েকটি দলের শরিক দলের সমর্থনে লোকসভাতেও পাশ হয়ে গেল লোকপাল বিল। অনুমোদনের জন্য বিলটি এবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

যদিও বাকি দলগুলি লোকপাল বিলের সমর্থন করলেও সমাজবাদী পার্টি ও শিবসেনা সদস্যরা এই বিলের বিরোধিতায় ওয়াকআউট করেন। লোকপাল বিল পাশ হওয়ার খবর পেয়ে রেলেগাঁও সিদ্ধিতেও উৎসবের হাওয়া। নবম দিনে অবশেষে অনশন ভাঙলেন আন্না হাজারে। লোকপাল বিল পাশের জন্য আন্না হাজারের কৃতিত্ব সবচেয়ে বেশি স্বীকার করে নিলেন রাহুল গান্ধী।

নবম দিনে অনশন ভাঙলেন আন্না

দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য লোকপাল বিলের সঙ্গে ৮টি নতুন কেন্দ্রীয় আইন গঠনের প্রস্তাব আনা হয়েছে। আরও ৬টি দুর্নীতিদমন বিল পরবর্তীকালে লোকসভায় আনা হবে বলে এদিন জানিয়েছেন রাহুল গান্ধী।

শাসকদল ও বিরোধীদলের উভয়ের সম্মতিতেই লোকসভায় লোকপাল বিল পাশ হলেও এবিষয়ে কংগ্রেসকে কোনও রকমের কৃতিত্ব দিতে নারাজ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। যদিও রাহুল গান্ধীর মতোই এই বিল পাশের কৃতীত্ব তিনিও আন্না ও দেশের সাধারণ মানুষদেরই দিয়েছেন।

লোকপাল বিল নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেছেন, লোকপাল বিল পাশ কেন্দ্রীয় সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ।

এদিকে বিলকে সমর্থন করলেও কর্পোরেট জগতকে এর আওতায় আনার দাবি জানালেও তা খারিজ হয়ে যায়। গতকাল বেলা বারোটা থেকে রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে আলোচনা শুরু হয়। লোকপাল আইনের বিজ্ঞপ্তি জারির একবছরের মধ্যে প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠন করতে হবে।

English summary
Lokpal Bill clears Lok Sabha test, celebration at Relegan Siddhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X