For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ মে লোকসভা ভোটের ফলাফল জানতে রাত গড়িয়ে যেতে পারে! কেন এমন হওয়ার সম্ভবনা জানেন

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবার সপ্তদশ লোকসভা নির্বাচন পর্ব সমাপ্তির পথে এগিয়ে চলেছে। আরমাত্র দুটি দফা , শেষ হলেই , ২০১৯ লোকসভা নির্বাচনেক ফল ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে যাবে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবার সপ্তদশ লোকসভা নির্বাচন পর্ব সমাপ্তির পথে এগিয়ে চলেছে। আরমাত্র দুটি দফা , শেষ হলেই , ২০১৯ লোকসভা নির্বাচনেক ফল ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এদিকে, নির্বাচন কমিশন সূত্রের খবর , ২৩ মে এই ফল ঘোষণা, নির্দিষ্ট সময়ের থেকে ৪ ঘণ্টা বেশি এগিয়ে যেতে পারে।

২৩ মে লোকসভা ভোটের ফলাফল জানতে রাত গড়িয়ে যেতে পারে! কেন এমন হওয়ার সম্ভবনা জানেন

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট এর স্লিপ মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে। যদি ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট যদি না মেলে তাহলে, শেষে ভিভিপ্যাটকেই মান্যতা দেওয়া হরবে ভোট গণনার ক্ষেত্রে। ফলে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় নিতে পারে ফল ঘোষণার প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রের দাবি, ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যদি গড়মিল দেখা যায়, তাহলে কী করতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ইলেক্টোরাল অফিসারকে।

তবে নির্বাচন সূত্রের দাবি, ক্রস চেকিং প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এমন গড়মিলের খবর যদিও আসছে না, তবুও সমস্ত রকমের ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ২৩ মে দেশের ১০ লাখ ৩৫ হাজার পোলিং স্টেশনে প্রায় ২০,৬০০টি কেন্দ্রে ভোট গণনা হবে। আর তারজন্যই চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি।

English summary
Lok Sabha poll results on May 23 likely to be delayed by 4 hours as EC prepares for VVPAT matching.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X