For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশু ধর্ষণে দোষীদের সাজা হবে মৃত্যুদণ্ডই, বিল পাশ লোকসভায়

১২ বছরের কমবয়সীদের ধর্ষণে সাজাপ্রাপ্তদের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। লোকসভায় সোমবার পাশ হয়ে গেল গুরুত্বপূর্ণ এই বিল।

  • |
Google Oneindia Bengali News

১২ বছরের কমবয়সীদের ধর্ষণে দোষীদের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। লোকসভায় সোমবার পাশ হয়ে গেল গুরুত্বপূর্ণ এই বিল। কাঠুয়ায় ৮ বছরের শিশুকে গণধর্ষণের ঘটনার পরই সারা দেশ গর্জে ওঠে। তারপরই গত এপ্রিল মাসে কেন্দ্র বিল তৈরিতে সচেষ্ট হয়।

শিশু ধর্ষণে সাজাপ্রাপ্তদের সাজা হবে মৃত্যুদণ্ডই

এদিন লোকসভায় বিল পাশ করাতে সময় লেগেছে ২ ঘণ্টা। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানান, এই আইন নাবালক মেয়েদের সুরক্ষায় বিশেষভাবে সহায়ক হবে। ১২ বছরের কমবয়সীদের ধর্ষণের মামলায় আইন অত্যন্ত কড়া হলে তবেই সুফল পাওয়া সম্ভব বলে দাবি করেছেন রিজিজু।

এছাড়া ১৬ বছরের কমবয়সী মেয়েদের ধর্ষণে সাজা বাড়িয়ে আজীবন কারাদণ্ড করা হয়েছে। যার অর্থ আমৃত্যু জেলে থাকতে হবে। এছাড়া মামলাগুলির যাতে খুব তাড়াতাড়ি ট্রায়াল হয় সেজন্য সংস্থান রাখা হয়েছে। কেন্দ্র চাইছে দেশের সব মহিলারা যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে। এমনটাই দাবি করেছেন কিরেণ রিজিজু।

এই বিল নিয়ে কথা বলতে গিয়ে সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, আইন ধর্ষণ বন্ধ করতে পারবে না। তবে পুরুষের ভাবনা বদল হলে ধর্ষণ কমে আসবে। তবে মৃত্যুদণ্ড দিলেই সমস্যার সমাধান হবে, এই ভাবনার বিরোধিতা করেছেন ওয়েইসি।

English summary
Lok Sabha passes bill to award death penalty for child rape convicts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X