For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে ট্রাক্টর চেপে এলেন সাংসদ দুষ্মন্ত চৌতালা, কেন জানেন

এই সর্বকনিষ্ঠ সাংসদের হাবভাবেই আজ মাত হয়ে যায় সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন।

  • |
Google Oneindia Bengali News

দুষ্মন্ত চৌতালা ভারতীয় সংসদের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ । এই সর্বকনিষ্ঠ সাংসদের হাবভাবেই আজ মাত হয়ে যায় সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন। না! সংসদে দেওয়া ভাষণে নয়, বরং যে ভঙ্গিমায় তিনি আজ সংসদে প্রবেশ করেন , তাই উঠে আসে খবরের শিরোনামে।

সংসদে ট্রাক্টর চেপে এলেন সাংসদ দুষ্মন্ত চৌতালা, কেন জানেন

শীতকালীন অধিবেশনের শুরুতেই শুক্রবার সবাইকে চমকে দিয়ে ট্রক্টর চালিয়ে রীতিমত কেতাদুরস্ত হয়ে সংসদের পথে আসনে দুষ্মন্ত। উল্লেখ্য, সাংসদকে এভাবে আসতে দেখে স্বভাবতই ভিড় লেগে যায় উপস্থিত ফটোগ্রাফার ও সংবাদমাধ্যম কর্মীদের। তবে সংসদের গেটের মুখেই তাঁকে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। এজন্য দু'দিন আগে থেকে বিশেষ অনুমতিও নেন জাতীয় লোকদলের সদস্য তথা হরিয়ানার হিসারের সাংসদ দুষ্মন্ত।

উল্লেখ্য, হরিয়ানাতে কৃষকদের দুর্গতির কথা তুলে ধরতেই শীতাকালীন অধিবেশনের শুরুতে এভাবে সংসদে প্রবেশ করেন এই কনিষ্ঠতম সাংসদ। প্রসঙ্গত, অধীবেশনের প্রথম দিনে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অধিবেশনে নতুন ভাবে গঠনমূলক তর্ক বিতর্ক তথা ববিচার বিবেচনা উঠে আসবে। উল্লেখ্য, এই অধিবেশনে ২৫ টি পুরনো বিল ও ১৪ টি নতুন বিল এখনও বাকি রয়েছে। তারমধ্যে একটি হল মুসলিম মহিলাদের অধিকার সম্পর্কীয় আইন।

English summary
The youngest MP in the history of Parliament of India, Dushayant Chautala of the Indian National Lok Dal (INLD), attended the winter session of Parliament today. But, his mode of transport was not something that you see every day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X