কংগ্রেসে যুক্ত হল গ্ল্যামার, রাহুলের হাত ধরে দলে যোগ উর্মিলার, পাচ্ছেন লোকসভার টিকিট
বিখ্যাত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর এদিন কংগ্রেস দলে যোগদান করলেন। রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন উর্মিলা। তাঁকে সম্ভবত মুম্বই উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করবে দল।

রাহুল নিজে উর্মিলাকে আমন্ত্রণ জানান। সেখানে উপস্থিত ছিলেন মুম্বই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা, দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ও রণদীপ সিং সূরযেওয়ালা।
Urmila Matondkar joins Congress in presence of party President Rahul Gandhi pic.twitter.com/7xOcwsSBn1
— ANI (@ANI) March 27, 2019
কংগ্রেসে যোগ দিয়ে উর্মিলা সকলকে ধন্যবাদ জানান। বলেন, রাহুল গান্ধীকে ধন্যবাদ। আজ গুরুত্বপূর্ণ দিন। কারণ সক্রিয় রাজনীতিতে পা রাখছি। আমার ভাবনা জুড়ে রয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল।
[আরও পড়ুন: দলীয় কার্যালয়ের চৌকিদারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ বিজেপি সাংসদের]
রাজনৈতিক দলগুলি সেলেবসদের জনপ্রিয়তা ও গ্ল্যামারকে মাথায় রেখে তাঁদের দলে ঢোকাতে চায়। তবে তাঁর ক্ষেত্রে এমনটা হয়নি। আমি দেশের সেবা করতে কংগ্রেসে যোগ দিয়েছি। মুম্বই কংগ্রেসের প্রধান মিলিন্দ দেওরাও উর্মিলাকে দলে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।
[আরও পড়ুন: LIVE লোকসভা ভোট আপডেট : কংগ্রেসে যোগ উর্মিলার, বিজেপির টিকিটে লড়বেন রবি কিষণ]