For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচন : সীমান্ধ্রে ভোট পড়ল ৭৪ শতাংশের বেশি, আমেঠীতে প্রায় ৫০ শতাংশ

Google Oneindia Bengali News

দেশের ৭ রাজ্যের ৬৪ আসনে চলছে ভোটগ্রহণ, বিহারে দুপুর ২টো পর্যন্ত ভোট পড়ল ৪৪.২২ শতাংশ
নয়াদিল্লি, ৭ মে : আজ লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ। শেষ হয়েছে প্রচার পর্ব। এবার ভোটগ্রহণের পালা। এই দফায় দেশের ৭ রাজ্যের ৬৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট দেবে হাই প্রোফাইল কেন্দ্র আমেঠী। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশ (২৫), বিহার (৭), হিমাচলপ্রদেশ (৪), জম্মু ও কাশ্মীর (২), উত্তরপ্রদেশ (১৫), উত্তরাখণ্ড (৫), পশ্চিমবঙ্গ (৬) এই আসনগুলিতে।

আজকে ভাগ্যপরীক্ষা হবে মোট ৯৯৭ জন প্রার্থীর। এদের মধ্যে মহিলা প্রার্থী ৭৯ জন। আজকের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। এছাড়াও রয়েছেন, গান্ধী পরিবারের আর এক বংশধর বিজেপি নেতা বরুণ গান্ধী, রাষ্ট্রীয় জনতা দলের লালু পত্নী বারড়ি দেবী,তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন প্রমুখ।

এই ৬৪টি আসনের মোট ভোটার সংখ্যা ৯,৫৫,২২,৪৭১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১,০৭,৪৩০টি।

উত্তরপ্রদেশ
অষ্টম দফা ভোটে সবার নজর আজ এই রাজ্যেই। এই রাজ্যেরই আমেঠী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গান্ধী বংশধর রাহুল গান্ধী। এই কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য ভোটে দাঁড়িয়েছেন। এই এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও এবারের হাওয়াটা একটু অন্যরকম। স্থানীয়সূত্রের খবর, অন্য দু বার এই কেন্দ্র থেকে সহজ জয় পেলেও এবারে এই কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং রাহুল গান্দীর পক্ষে জেতাটা অত সহজ হবে না। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির স্মৃতি ইরানি ও আম আদমি পার্টির কুমার বিশ্বাস।
এই কেন্দ্র গত ৪ মাস ধরে প্রচার চালাচ্ছেন কুমার বিশ্বাস। এই কেন্দ্র থেকে কংগ্রেস বিজেপিকে হারিয়ে অবিশ্বাস্য কিছু করে দেখানোর আশা দেখছেন কুমার বিশ্বাস। তবে নাম দেরী করে ঘোষণা করায় আমেঠীতে প্রচারের জন্য বেশি সময় পাননি স্মৃতি ইরানি। তবু কংগ্রেসের উন্নয়নের বেহাল চেহারায় হতাশ জনতা বিজেপিকেই ব্যালট বাক্সে সমর্থন করবে বলে আশা স্মৃতির। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, লড়াই কঠিন হলেও এবারও এই কেন্দ্র থেকে জিতবে কংগ্রেস সব সভাপতি রাহুল গান্ধীই।
বরুণ গান্ধীও উত্তরপ্রদেশ রাজ্য থেকেই লড়ছেন। আমেঠীর অনতিদূরে সুলতানপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরুণ। বরুণের বিরুদ্ধে কংগ্রেসের বাজি অমিতা সিং। দেশে মোদী হাওয়া থাকলেও সুলতানপুরে মোদীর নামের চেয়ে বেশি বাবা সঞ্জয় গান্ধীর নামেই বরুণ ভোট সংগ্রহ করছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p><a href="https://twitter.com/search?q=%23LSpolls&src=hash">#LSpolls</a>: Mohammad Kaif and his wife Pooja cast their vote in Allahabad. (Photo: <a href="https://twitter.com/ANI_news">@ANI_news</a>) <a href="http://t.co/77GeUEag5o">pic.twitter.com/77GeUEag5o</a></p>— Hindustan Times (@htTweets) <a href="https://twitter.com/htTweets/statuses/463882100144230400">May 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Rahul Gandhi at a polling booth in Amethi earlier today <a href="http://t.co/Iu5x62uCdJ">pic.twitter.com/Iu5x62uCdJ</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/463953092409438208">May 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আমেঠীতে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১০.৪ শতাংশ।
আমেঠীতে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২১ শতাংশ।
সুলতানপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৩ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়ল ২৫.১৮ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত আমেঠীতে ভোট পড়ল ৩৬.১৫ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪৪.২ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত আমেঠীতে ভোট পড়ল ৪৩ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত আমেঠীতে ভোট পড়ল ৪৯.৯৬ শতাংশ।

পশ্চিমবঙ্গ
(বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।)

বিহার
আজ ভাগ্য পরীক্ষায় ১১৮ জন প্রার্থীর। সরন থেকে লোকসভায় প্রথমবারের জন্য লড়ছেন লালুপত্নী রাবড়ি দেবী। বিজেপির রাজীব প্রতাপ সিং রুডির বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। হাজিপুরে লড়ছেন হাইপ্রোফাইল এলজেপি প্রার্থী রামবিলাস পাসোয়ান। সাতটি আসনের মধ্যে ৫টিই ২০০৯ সালে জিতেছিল সংযুক্ত জনতা দল। সারন এবং মহারাজগঞ্জে জিতেছিল রাষ্ট্রীয় জনতা দল।
সকাল ৮টা পর্যন্ত ভোট পড়ল ৪.৫ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ৯.৪ শতাংশ।
সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ল ১৫.২৮ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২২.৩৬ শতাংশ।
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ল ২৯.০৩ শতাংশ।
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.১৮ শতাংশ।
বিকেল ৪টে পর্যন্ত ৫০.৩৯ শতাংশ ভোট পড়েছে।

হিমাচল প্রদেশ
এই রাজ্যের ৪টি আসনে আজ ভোটগ্রহণ চলছে। বিজেপির টিকিটে এবার আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমালের ছেলে অনুরাগ ঠাকুর। তাঁর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন পরমবীরচক্র বিক্রম বটরার মা কমল কান্ত। তিনি আপের টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন।
ভোট দেবে শিমলাও। এই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই। ২০০৯ সালে ৬৩ বছরের বীরেন্দ্র কাশ্যপ জিতেছিলেন। এবার ফের তিনি ভোটে দাঁড়িয়েছেন। যদিও এই এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। এবার এই কেন্দ্রটি ফেরত পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।
কাংরা লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা শান্তা কুমার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছরই শেষবারের মতো তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p><a href="https://twitter.com/search?q=%23LSpolls&src=hash">#LSpolls</a> | First voter of independent India, Shyam Negi, after voting in Kinnaur, Himachal (Photo: <a href="https://twitter.com/ANI_news">@ANI_news</a>) <a href="http://t.co/A4xMmBuOMO">pic.twitter.com/A4xMmBuOMO</a></p>— Hindustan Times (@htTweets) <a href="https://twitter.com/htTweets/statuses/463891354368495616">May 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ল ২৫ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৭ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত হিমাচল প্রদেশে ভোট পড়ল ৪৫ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.২৫ শতাংশ।

উত্তরাখণ্ড
এই রাজ্যে সকাল ৭টা থেকেই ভোট চলছে।। উত্তরাখণ্ডে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ। ২০০৯ সালে কংগ্রেস ৫টি আসনেই জয় পেয়েছিল। কিন্তু এবছর হাওয়া কংগ্রেসর পক্ষে নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের শাসনে বিজয় বহুগুনা সরকারপক্ষের ভোট অনেকাংশে ঘোরাতে পেরেছেন।
রাজ্যে ৩টি আসনেই হরিশ রাওয়াতরা আসন পাবেন বলে আশাবাদী। হরিদ্বার থেকে তাঁর স্ত্রী রেণুকা রাওযাত দাঁড়িয়েছেন। কংগ্রেস বিজেপি নয়, এই রাজ্যে যুদ্ধটা মূলত হরিশ রাওয়াত ও বিজেপির মধ্যে। বিজেপি এই রাজ্য থেকে ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রীতে দাঁড় করিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল বিসি খান্দুরি পাউড়ি-ঘারওয়াল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তেহরি-ঘারওয়াল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেলে সকেট বহুগুনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৈনিতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি কংগ্রেসকে বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
এই রাজ্যে নরেন্দ্র মোদী জনসভা করেছেন। প্রচার চালিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও। কিন্তু কংগ্রেসের বাজি হরিশ রাওয়াত, সমর্থন অনেকটাই খুইয়েছেন। উল্টোদিকে বিজেপির সহায় মোদী লহর এবং বিসি খান্ডুরির পরিচ্ছন্ন ভাবমূর্তি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Haridwar: Ramdev & Acharya Balkrishna after voting (ANI Photo) <a href="https://twitter.com/search?q=%23LSpolls&src=hash">#LSpolls</a> live updates: <a href="http://t.co/M9tJlqm28X">http://t.co/M9tJlqm28X</a> <a href="http://t.co/crwUVKYwYI">pic.twitter.com/crwUVKYwYI</a></p>— Hindustan Times (@htTweets) <a href="https://twitter.com/htTweets/statuses/463885155732422657">May 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪৭ শতাংশ।

জম্মু ও কাশ্মীর
আজ ভোট দেবে ভারতের সবচেয়ে বড় লোকসভা কেন্দ্র লাদাখ। এই কেন্দ্রের ভোটার মাত্র ১.৫ লক্ষ। আজই এই রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ। এই কেন্দ্র থেকে কংগ্রেস দাঁড় করিয়েছএ সেরিং সমফেল। বিজেপি দাঁড় করিয়েছে লাদাখ ইউনিয়ন টেরিটরি ফ্রন্ট নেতা থুপস্তান চেওয়াং।
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় গ্রেনেড হামলা, জখম ১ সিআরপিএফ জওয়ান।
সকাল ৯ টা পর্যন্ত বারামুল্লায় ভোট পড়ল ৩.৬৩ শতাংশ এবং কার্গিলে ভোট পড়ল ৫ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত কার্গিলে ভোট পড়ল ২৬ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত কার্গিলে ভোট পড়ল ৫৪ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে ২৩.৬১ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভোট পড়ল ৩২.১৩ শতাংশ।

অন্ধ্রপ্রদেশ
গত দফায় তেলেঙ্গানা ভোট দেওয়ার পর এই দফায় ভোট দেবে সীমান্ধ্র। ২৫টি কেন্দ্রের মোট ৩৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা কাল। আজকের নির্বাচনে মূল লড়াইটা ওয়াইএসআর কংগ্রেসের জগন মোহন রেড্ডি ও টিডিপির এন চন্দ্রবাবু নাউডুর মধ্যে। উল্লেখ্য বিজেপির সঙ্গে সম্প্রতি জোট বেধেছে টিডিপি।
২৫টি লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি ১৭৫টি বিধানসভা কেন্দ্রও ভোটগ্রহণ চলছে আজ।
সকাল ৯টা পর্যন্ত সীমান্ধ্রে ভোট পড়ল ১৪.৩ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত সীমান্ধ্রে ভোট পড়ল ৩৩ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.৫৬ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত সীমান্ধ্রয় ভোট পড়ল ৬৩ শতাংশ।

English summary
Lok Sabha elections: Amethi records 49.96 voting till 5 pm,Seemandhra recorded 74% voter turnout
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X