For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE : শপথের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদী। ঘরের ছেলেকে পেয়ে আপ্লুত গান্ধীনগর

কেন্দ্রে কে সরকার গড়বে, কে-ই বা হারের মুখ দেখবে, তা জানতে ২৩ মে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশের সবকটি বেসরকারি সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আরো একবার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। যদিও বুথ সমীক্ষার ফল যে সবসময় সঠিকই হবে এমন কথা নেই। এক্সিট পোলের সঙ্গে লোকসভা নির্বাচনের ফল যে মিলবে, তা কিন্তু মানছেন না কংগ্রেস, তৃণমূল, টিডিপি সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। ইভিএম মেশিন খুললেই ফল পাল্টাতে শুরু করবে বলেই আশা বিরোধীদের। ইতিমধ্যেই জনাদেশ ইভিএম বন্দি। কেন্দ্রে কে সরকার গড়বে, কে-ই বা হারের মুখ দেখবে, তা জানতে ২৩ মে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Lok Sabha Elections results 2019

Newest First Oldest First
11:01 PM, 26 May

শপথের আগে মাকে প্রণাম জানাতে গুজরাটে মোদী। ঘরের ছেলেকে বরণ করে নিল গান্ধীনগর
9:15 PM, 26 May

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী। নিলেন মায়ের আশীর্বাদ। মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন, ছেলেকে ভরিয়ে দিলেন আশীর্বাদে।
9:14 PM, 26 May

মায়ের সঙ্গে দেখা করতে গুজরাটের বাড়িতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। লোকসভায় বিপুল জয়ের পর বাঁধনছাড়া উচ্ছ্বাস মোদীকে নিয়ে।
9:09 PM, 26 May

দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে গুজরাতের গান্ধীনগরে মা হীরাবেনের বাড়িতে নরেন্দ্র মোদী। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী মোদী।
8:14 PM, 26 May

আহমেদাবাদে বিজেপি-র পার্টি অফিসে ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সভাপতি অমিত শাহ। তাঁদের শুভেচ্ছা জানাতে বিজেপি-র পার্টি অফিসের বাইরে জনসমুদ্র। হাত নাড়িয়ে সেই ভিড়কে স্বাগত জানালেন মোদী ও শাহ।
8:04 PM, 26 May

বাংলাতেও গুজরাতের মতো উন্নয়ন করতে চান বলে জানালেন দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করালেন, ষষ্ঠ দফা নির্বাচনের পর তিনি বলেছিলেন বিজেপি তিনশোর বেশি আসন পাবে। এবং তা মিলে যাওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:56 PM, 26 May

সুরাতের কোচিং সেন্টারের অগ্নিকাণ্ডে মৃত পড়ুয়াদের আত্মার শান্তি কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের সভা থেকে বিরোধীদের আক্রমণও শানালেন নরেন্দ্র মোদী।
7:36 PM, 26 May

সুরাতের কোচিং সেন্টারের অগ্নিকাণ্ডে মৃত পড়ুয়াদের পরিবারকে সমবেদনা জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ।
7:00 PM, 26 May

আমেদাবাদে পৌঁছে শপথের আগে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর সঙ্গী ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ ও গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
6:58 PM, 26 May

আহমেদাবাদ বিমানবন্দরের কাছে সর্দার বল্লবভাই প্যাটেলের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। সঙ্গী বিজেপি সভাপতি অমিত শাহ ও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
6:16 PM, 26 May

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরুর আগে আশীর্বাদ নিতে গুজরাটে পৌঁছলেন নরেন্দ্র মোদী। তাঁকে উষ্ণ অভ্যর্থনা আহমেদাবাদ বিমানবন্দরে।
5:33 PM, 26 May

আগে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন, এবার সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ফোন করে মোদীকে বিরাট জয়ের শুভেচ্ছা জানান। দেন একসঙ্গে কাজ করার বার্তা।
4:39 PM, 26 May

জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের
4:14 PM, 26 May

খুন হয়ে যাওয়া দলের নেতার দেহ কাঁধে স্মৃতি ইরানি
3:25 PM, 26 May

মোদী ফের জিতে যাওয়ার মাথা কামালেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস কর্মী
2:37 PM, 26 May

বেঙ্গালুরুতে কংগ্রেস নেতাদের সাক্ষাৎ বিজেপি নেতা এসএম কৃষ্ণার সঙ্গে
1:30 PM, 26 May

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল ডিএমকে
12:49 PM, 26 May

নিজের কেন্দ্রের পথে স্মৃতি ইরানি
12:07 PM, 26 May

জগনমোহন রেড্ডি দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে
11:28 AM, 26 May

দিল্লি বিজেপি সভাপতি নিলেন দিল্লি কংগ্রেস সভাপতির আশীর্বাদ
9:52 AM, 26 May

মহারাষ্ট্রের কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা অশোক চবনের
8:29 AM, 26 May

আমেথিতে গুলিতে হত্যা বিজেপি নেতা
12:10 AM, 26 May

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে সরকার গঠনের আহ্বান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
9:08 PM, 25 May

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে গেলেন নরেন্দ্র মোদী।
6:09 PM, 25 May

এনডিএ-র বৈঠকে সর্বসম্মতভাবে কেন্দ্রের প্রধান নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী।
3:33 PM, 25 May

এদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে গিয়ে সরকার গড়ার অনুরোধ জানাবেন নরেন্দ্র মোদী।
1:27 PM, 25 May

কংগ্রেস ওয়া্র্কিং কমিটির কাছে ইস্তফা দেওয়ার আর্জি প্রকাশ করলেন রাহুল গান্ধী। তবে এই দাবি সত্য নয় বলে দাবি কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা।
12:06 PM, 25 May

রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার কথা জানাতে পারেন ওয়ার্কিং কমিটির বৈঠকে।
11:21 AM, 25 May

লোকসভা নির্বাচনে এত খারাপ ফল হল কেন? কারণ খুঁজতে পর্যালোচনা বৈঠকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।
11:05 PM, 24 May

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। নতুন সরকারে ফের শপথ নেবেন তিনি।
READ MORE

English summary
Lok Sabha Elections results 2019 live updates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X