For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সমীক্ষার ফলে মনোভাব পরিবর্তন! দিল্লিতে জোট নিয়ে নতুন ভাবনার ইঙ্গিত

লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের অনিশ্চিয়তার মধ্যেই কংগ্রেসের নিজেদের তরফে করা সমীক্ষার জেরেমন পরিবর্তনের ইঙ্গিত।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে আপ-কংগ্রেস জোটের অনিশ্চিয়তার মধ্যেই কংগ্রেসের নিজেদের তরফে করা সমীক্ষার জেরে মন পরিবর্তনের ইঙ্গিত। যাঁরা জোটের বিরুদ্ধে ছিলেন তাঁদের মনোভাব পরিবর্তনের ইঙ্গিত। সূত্রের খবর এমনটাই। সমীক্ষায় দেখা গিয়েছে, দিল্লিতে বিজেপি ৩৫ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনায় আপ ও কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে। সমীক্ষা অনুযায়ী, আপ ও কংগ্রেস পেতে পারে যথাক্রমে ২৮ ও ২২ শতাংশ ভোট।

 কংগ্রেসের সমীক্ষার ফলে মনোভাব পরিবর্তন! দিল্লিতে জোট নিয়ে নতুন ভাবনার ইঙ্গিত

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের দিল্লি রাজ্য কমিটির সুরে সুর মিলিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন দিল্লিতে আপের সঙ্গে কোনও জোট করা হচ্ছে না। যদিও এই সমীক্ষার পরে দিল্লির সিনিয়র কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন জানান। দিল্লির কংগ্রেস নেতাদের একাংশ সমীক্ষার ফল রাহুলের সামনে তুলে ধরেন বলে জানা গিয়েছে। যদি দিল্লির সাত আসনে আপের সঙ্গে জোট হয়, তাহলে সবকটি আসনেই জয় আসতে পারে।

সূত্রের খবর অনুযায়ী,দিল্লির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর রাহুল গান্ধী শক্তি অ্যাপের মাধ্যমে আপের সঙ্গে জোট নিয়ে দিল্লির কংগ্রেস কর্মীদের ফিডব্যাক চেয়েছেন এরই মধ্যে দিল্লি কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পিসি চাকো দিল্লি কংগ্রেসের প্রধান শীলা দীক্ষিতের সঙ্গে সমীক্ষার ফল নিয়ে কথা বলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শীলা দীক্ষিতের আগের মনোভাবের সেরকম কোনও পরিবর্তন হয়নি বলেই জানা গিয়েছে। তবে আপকে নিয়ে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তিনি মেনে নেমেন বলে জানিয়েছেন তিনি। এরপরেই পিসি চাকো দিল্লি কংগ্রেস ইউনিটের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন।

সূত্রের খবর অনুযায়ী, অআহমেদ প্যাটেল, গোলাম নবী আজাদের মতো নেতারা দিল্লির মুখ্যমন্ত্রীর সংস্পর্শে রয়েছেন বলে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর জোট হলে তা শুধু দিল্লিতে নয়, হরিয়ানাতেও হতে পারে।

দিল্লির সাতটি লোকসভা আসনে ভোট হতে যাচ্ছে ১২ মে।

English summary
Lok Sabha Elections 2019: A survey by Congress reportedly showed the BJP with 35% vote in Delhi, followed by AAP at 28% and Congress at 22%.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X