For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকেল ৫টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৭৬ শতাংশ

এদিন বৃহস্পতিবার ১৮ এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

এদিন বৃহস্পতিবার ১৮ এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মোট ১২টি রাজ্যের ৯৫টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে উত্তর থেকে শুরু করে পশ্চিম ভারত, উত্তর-পূর্ব থেকে শুরু করে পশ্চিম ভারতের কেন্দ্র রয়েছে। এই দফার আগে দুটি বড় ঘটনা ঘটে গিয়েছে। যার মধ্যে একটি ঐতিহাসিক তো বটেই। তামিলনাড়ুর ভেলোরে প্রচুর পরিমাণে নগদ উদ্ধার হওয়ায় ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ত্রিপুরা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলায় দুপুর ৩টো পর্যন্ত গড়ে ভোট পড়ল ৬৫.১৫ শতাংশ

একনজরে সারাদিনের আপডেট

Newest First Oldest First
7:43 PM, 18 Apr

বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে ভোট পড়ল গড়ে ৭৬ শতাংশ হারে। চূড়ান্ত গড় জানানো হবে পরে।
6:16 PM, 18 Apr

হরকা বাহাদুর ছেত্রীর নামে এফআইআর করল নির্বাচন কমিশন।
6:11 PM, 18 Apr

১০৭ বছর বয়সী কর্ণাটকী তথা পদ্মশ্রী প্রাপ্ত সালুমারাদা তিম্মাক্কা বেঙ্গালুরু রুরাল কেন্দ্রে ভোট দিয়েছেন।
5:09 PM, 18 Apr

দুপুর ৩টে পর্যন্ত বাংলায় গড়ে ভোট পড়েছে ৬৫.৫৯ শতাংশ হারে।
3:12 PM, 18 Apr

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ব্যাগ পরীক্ষা করলেন কমিশনের আধিকারিকেরা।
2:49 PM, 18 Apr

চোপড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ইভিএম ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলের ছবি তুলে ধরেছে সংবাদসংস্থা এএনআই।
2:47 PM, 18 Apr

চাকুলিয়া নিয়ে পদক্ষেপ গ্রহন করেছে কমিশন। প্রসঙ্গত, এদিন দার্জিলিং লোকসভার অন্তর্গত চাকুলিয়া উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সাধারণ মানুষকে ভোটদানে বাঁধা দেওয়ার। যার প্রতিবাদে স্থানীয়রা ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে অবশ্য পুলিশ ঘটনাস্থলে আসে। দফায় দফায় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষ হয়। পরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে রাজ্য পুলিশের কর্তারা সাধারণ মানুষকে ভোটদানের জন্য আবেদন করেন। যদিও গ্রামবাসীরা পুলিশের কথায় সাড়া দেয়নি। কমিশনের দফতরে চাকুলিয়ার বিষয়ে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানান, আমরা চেষ্টা করেছি। কমিশনের কড়া পদক্ষেপে ১৫০ জন সাধারণ ভোটার ভোট দিতে পেরেছে বলে জানান তিনি। দুএকটা বিক্ষিপ্ত জায়গা ছারা তিন কেন্দ্রে শান্তিতে ভোট হয়েছে বলেও জানান তিনি।
1:59 PM, 18 Apr

দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়িতে ৫৪.৭৩ শতাংশ, রায়গঞ্জে ৫২.৫৪ শতাংশ ও দার্জিলিংয়ে ৪৭.৫২ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। তিন কেন্দ্র মিলিয়ে গড় ৫১ শতাংশের বেশি।
1:27 PM, 18 Apr

চোপড়া কাণ্ডের পর শান্তিতেই ভোট চলছে। এমনটাই জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
1:16 PM, 18 Apr

কর্ণাটকের মন্ত্রী ডিকে শিবকুমার কনকপুরা কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন।
12:51 PM, 18 Apr

মাইসোরে ভোট দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া।
12:29 PM, 18 Apr

বাংলায় তিন কেন্দ্রের নানা জায়গায় অশান্তি খবর আসতেই তৎপর কমিশন। রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশনের।
11:54 AM, 18 Apr

সকাল ১১টা পর্যন্ত ৩৩.৪৫ শতাংশ ভোট

সকাল ১১টা পর্যন্ত রায়গঞ্জে ৩৪.০১ শতাংশ, জলপাইগুড়িতে ৩৬.২২ শতাংশ, দার্জিলিংয়ে ৩০.১২ শতাংশ ভোট পড়েছে। সবমিলিয়ে তিন কেন্দ্রের গড় - ৩৩.৪৫ শতাংশ।
11:43 AM, 18 Apr

উত্তর দিনাজপুরের চোপড়ায় উত্তপ্ত পরিস্থিতি। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়ল নিরাপত্তাবাহিনী। অবরোধ হল ৩৪ নম্বর জাতীয় সড়কও।
11:41 AM, 18 Apr

রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর অভিযোগ, তৃণমূল গুন্ডাবাহিনী ভোট লুঠ করার চেষ্টা করছে। রায়গঞ্জ করোনেশন স্কুলে এই ঘটনা বলে অভিযোগ তাঁর।
11:20 AM, 18 Apr

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখর লোহাগাছি আদিবাসী পাড়া প্রাথমিক বিদ্যালয় বুথ কেন্দ্রে ভোটারদের কাছ থেকে এপিক কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ওই কেন্দ্রে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এলাকায় উত্তেজনা রয়েছে।
11:05 AM, 18 Apr

রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে হামলা হয়েছে। গাড়ির কাঁচ ভেঙেছে বলে খবর।
11:05 AM, 18 Apr

হরকা বাহাদর ছেত্রীকে নিয়ে রিপোর্ট তলব কমিশনের। তিনি কানে ফোন নিয়ে বুথে প্রবেশ করেন। প্রিসাইডিং অফিসারের কাছে রিপোর্ট তলব কমিশনের।
10:38 AM, 18 Apr

১০৫ বছর বয়সে ভোট দিলেন মহারাষ্ট্রের কাভাইবাই কাম্বলে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর কেন্দ্রে।
10:34 AM, 18 Apr

এএমএমকে প্রধান টিটিভি দিনাকরণ ভোট দিলেন। চেন্নাই দক্ষিণ কেন্দ্রের বেসন্ত বিহারের বুথে ভোট দেন তিনি।
10:22 AM, 18 Apr

সকাল ১০টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৬.৭৭ শতাংশ।
10:10 AM, 18 Apr

শ্রীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গান্ডেরবাল কেন্দ্রে ভোটারদের ভিড়।
10:09 AM, 18 Apr

কাশ্মীরের উধমপুরে নব বিবাহিত দম্পতি বিয়ের পোশাকেই চলে এলেন ভোট দিতে।
10:07 AM, 18 Apr

ছেলে নিখিল ও স্ত্রী অনিতাকে নিয়ে ভোট দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। নিখিল নিজেও মাণ্ডিয়া থেকে ভোটে দাঁড়িয়েছেন।
10:06 AM, 18 Apr

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ভোট দিলেন।
10:05 AM, 18 Apr

তুতিকোরিন থেকে ডিএমকে প্রার্থী কানিমোঝি ভোট দিলেন তামিলনাড়ুর আলওয়ারপেট এর একটি বুথে।
10:03 AM, 18 Apr

অভিনেতা তথা বেঙ্গালুরু সেন্ট্রালের প্রার্থী প্রকাশ রাজ সকাল সকাল ভোটদান কেন্দ্রে ভোট দিতে হাজির।
10:01 AM, 18 Apr

ভোট দিলেন পণ্ডীচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী।
9:59 AM, 18 Apr

মহারাষ্ট্রের সোলাপুরে গর্ভবতী স্ত্রীকে নিয়ে ভোট দিতে এসে সেলফি তুললেন যুবক।
9:55 AM, 18 Apr

মণিপুরে ভোট দিলেন রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ।
READ MORE

English summary
Lok Sabha Elections 2019 phase 2 polling live updates of 95 constituencies, including Bengal's three
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X