For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফা শান্তিপূর্ণ, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮১ শতাংশ

শুরু হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট সাত দফায় চলবে ভোটগ্রহণ।

  • |
Google Oneindia Bengali News

শুরু হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। মোট সাত দফায় চলবে ভোটগ্রহণ। এদিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২০টি অঞ্চলে ভোট হবে। যেগুলি হল - অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলাঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ। বাংলার দুটি আসন কোচবিহার ও আলিপুরদুয়ারে এদিন লোকসভা ভোট অনুষ্ঠিত হবে।

দুপুর ১টা পর্যন্ত বাংলায় দুটি কেন্দ্রে ভোট পড়ল ৫৫ শতাংশের বেশি

একনজরে লোকসভা ভোটের সমস্ত আপডেট

Newest First Oldest First
7:15 PM, 11 Apr

প্রথম দফা মিটল শান্তিতেই। বিকেল পাঁচটা পর্যন্ত কোচবিহারে ৮১.৯৪ শতাংশ ও আলিপুরদুয়ারে ৮১ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
6:41 PM, 11 Apr

বিজনৌরে বিয়ে করতে যাওয়ার আগে ভোট দিলেন এক পাত্র। ছবি হল ভাইরাল।
6:36 PM, 11 Apr

বিজেপি প্রতিনিধি দল অভিযোগ জানাল নির্বাচন কমিশনে। এদিন দুই কেন্দ্রের ৭০০টি বুথে গন্ডগোলের অভিযোগ জানিয়েছে তাঁরা।
5:09 PM, 11 Apr

৩টে পর্যন্ত বাংলার দুই কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে মিলিয়ে ভোট পড়ল ৬৯.৯৪ শতাংশ।
3:35 PM, 11 Apr

রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। নতুন করে কোনও অশান্তির খবর নেই। যেখান থেকেই অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ভোট শতকরা ১০০ ভাগ সফল বলে জানালেন নির্বাচন কমিশনের তরফে অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু।
3:15 PM, 11 Apr

কোচবিহারের ভোটকেন্দ্রে ভোটদাতাদের লম্বা লাইন পড়েছে। এদিন উত্তরবঙ্গের দুটি কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলেছে।
2:43 PM, 11 Apr

তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি মহম্মদ আজহারউদ্দিন এদিন ভোট দিলেন হায়দরাবাদে।
2:19 PM, 11 Apr

দুপুর ১ টা পর্যন্ত কোচবিহারে ৫৫.৪৪% ও আলিপুরদুয়ারে ৫৬.৪৫% ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
2:18 PM, 11 Apr

সস্ত্রীক ভোট দিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
1:33 PM, 11 Apr

মণিপুরে নিশ্চিন্তে ভোটগ্রহণ

মণিপুরে নিশ্চিন্তে চলছে ভোটগ্রহণ। বুথের বাইরে অপেক্ষায় ভোটাররা।
1:30 PM, 11 Apr

হরিদ্বারে ভোট দিতে এলেন যোগগুরু বাবা রামদেব।
1:30 PM, 11 Apr

অন্ধ্রে ভোটের বলি ২

অন্ধ্রপ্রদেশে টিডিপি ও ওয়াইএসআরসিপি দলের মধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল দুজনের।
1:02 PM, 11 Apr

সনিয়ার যজ্ঞ

রায়বরেলিতে মনোনয়ন জমা করতে যাওয়ার আগে যজ্ঞ কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধীর। সঙ্গে পুত্র রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী।
12:37 PM, 11 Apr

কমিশন জানিয়েছে, সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেখানে যা অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতলকুচিতে মহিলাদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এসেছিল। সেখানে সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভারদের পাঠিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয়েছে।
12:35 PM, 11 Apr

দিনহাটার ১০টি বুথে কংগ্রেস এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। তিনি তৃণমূলের বিরুদ্ধে কমিশনে এসে অভিযোগ জানিয়ে গিয়েছেন। তাঁর কথায়, যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই সেইসব বুথেই গন্ডগোল হচ্ছে।
12:05 PM, 11 Apr

১১টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ১১টা পর্যন্ত বাংলার দুই কেন্দ্রে ভোট পড়েছে ৩৮.০৮%। কোচবিহারে ৩৭.৮৫% ও আলিপুরদুয়ারে ৩৮.৩০% ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
11:57 AM, 11 Apr

গ্রেফতার মাওবাদী

ছত্তিশগড়ে একদিকে চলছে ভোট, অন্যদিকে রয়েছে মাও আতঙ্ক। এই আবহের মধ্যেই বিজাপুর থেকে গ্রেফতার হল চার মাওবাদী। তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে।
11:54 AM, 11 Apr

মেঘালয়ে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৭ শতাংশ।
11:53 AM, 11 Apr

টিআরএস এর কার্যকরী সভাপতি কেটি রামা রাও ভোট দিলেন তেলাঙ্গানায়।
11:26 AM, 11 Apr

ভোট দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তার আগে সকাল থেকে নানা বিতর্কের মধ্যে জড়িয়েছেন তিনি।
11:19 AM, 11 Apr

উত্তরবঙ্গে গোলামালের খবর স্বীকার কমিশনের

উত্তরবঙ্গে বিচ্ছিন্ন অশান্তির ঘটনা মানল কমিশন। যেসমস্ত বুথে ইভিএম খারাপ হয়েছিল তা পাল্টে দেওয়া হয়েছে। রসমন্ডায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানালেন অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু।
11:17 AM, 11 Apr

ডিব্রুগড়ের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
11:16 AM, 11 Apr

ভোট পড়ল কত শতাংশ

সকাল ৯ টা পর্যন্ত কোচবিহারে ১৭.৮৯ শতাংশ ও আলিপুরদুয়ারে ১৮.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
10:58 AM, 11 Apr

দান্তেওয়াড়ায় ভোট

মাও অধ্যুসিত দান্তেওয়াড়ায় জোরকদমে চলছে ভোটগ্রহণ। এই এলাকাতেই একদিন আগে বিজেপি বিধায়ককে আইইডি বিস্ফোরণ করে খুন করা হয়েছে।
10:54 AM, 11 Apr

খোঁজ নিলেন মমতা

উত্তরবঙ্গে ইভিএম বিকলের অভিযোগ তোলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, কমিশন গুরুত্ব দিচ্ছে না। চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন বলে খবর।
10:38 AM, 11 Apr

তুফানগঞ্জে গোলমালের খবর সামনে এল। বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেস।
10:22 AM, 11 Apr

ভোট দিলেন গড়কড়ি

নাগপুরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিতিন গড়কড়ি।
10:21 AM, 11 Apr

ভোট দিলেন ওয়েইসি

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ভোটদান করলেন। হায়দরাবাদ থেকে ভোটে লড়ছেন তিনি। তিনবারের সাংসদ ওয়েইসি।
10:09 AM, 11 Apr

বারবার সন্ত্রাস কবলিত কাশ্মীরের বন্দিপোরায় বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। এক ভোটার জানালেন, আমরা তাঁকেই ভোট দেব যারা আমাদের কথা সংসদে বলবেন।
9:57 AM, 11 Apr

গ্রেফতার প্রার্থী

জন সেনার বিধায়ক পদপ্রার্থী মধুসূদন গুপ্তা ইভিএম ভেঙে গ্রেফতার হলেন।
READ MORE

English summary
Lok Sabha Elections 2019 phase 1 polling live updates on 91 constituencies, including Alipurduar and Cooch Behar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X