For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনের শেষে বাংলায় ভোট পড়ল প্রায় ৮০ শতাংশ

ষষ্ঠ দফা নির্বাচনে এদিন সোমবার সারা দেশের ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। দেশের সাতটি রাজ্যের এতগুলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এই দফার নির্বাচনে।

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠ দফা নির্বাচনে এদিন সোমবার সারা দেশের ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। দেশের সাতটি রাজ্যের এতগুলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এই দফার নির্বাচনে। দেশের অন্যান্য রাজ্যের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মানেকা গান্ধী, অখিলেশ যাদব, গৌতম গম্ভীর, সাধ্বী প্রজ্ঞা, দ্বিগ্বিজয় সিং-এর মতো হেভিওয়েটরা। বাংলারও মোট আটটি লোকসভা কেন্দ্রে এদিন ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে। সারাদেশে ১ লক্ষ ১৩ হাজার ১৬৭টি পোলিং স্টেশনে ভোটদান পর্ব চলবে। মোট প্রার্থী সংখ্যা ৯৭৯ জন। শুধু হরিয়ানা থেকেই ২২৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। সাতটি রাজ্যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩ হাজার ২৮১ জন। আগামী ২৩ মে সব কটি আসনের সঙ্গে একসঙ্গে এই কেন্দ্রগুলির ভোটের ফলাফল ঘোষিত হবে।

দিনভরের সমস্ত আপডেট দেখুন এখানে

এক নজরে দেখে নেওয়া যাক সারাদিনের ভোটের আপডেট

Newest First Oldest First
7:46 PM, 12 May

৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৯.৯৩ শতাংশ

তমলুক - ৮২.৯৯ কাঁথি - ৮০.০৬ ঘাটাল - ৮০.৩৫ ঝাড়গ্রাম - ৮১.৬৮ মেদিনীপুর - ৭৮.১৭ পুরুলিয়া - ৭৮.৬৪ বাঁকুড়া - ৭৫.৬৮ বিষ্ণুপুর - ৮১.৯০
5:01 PM, 12 May

পিংলায় প্রহৃত কংগ্রেসের প্রার্থী মহম্মদ সইফুল্লা৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ রয়েছে মারধরের অভিযোগও৷
5:00 PM, 12 May

বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার কাপিস্টা গ্রামে তিনটি বুথে বিরোধীদল সিপিএম ও বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ২০২, ২০৩ ও ২০৪ এই তিনটে বুথে তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেন বিরোধীদল সিপিএম ও বিজেপির।
5:00 PM, 12 May

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতুলপুরের লাউগ্রাম জেবি স্কুলে ছাপ্পার অভিযোগ তৃণমৃলের বিরুদ্ধে। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই বলে জানা গিয়েছে৷ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ধরাবারী ৩৭ নং বুথে তৃণমূলের পোলিং এজেন্ট ও প্রধানকে মারধর করার অভিযোগ ওঠে৷
3:53 PM, 12 May

পশ্চিমবঙ্গে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৩.০৯ শতাংশ।
3:52 PM, 12 May

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মড়ার অঞ্চলের বিজেপি মন্ডল সভাপতি আক্রান্ত। বিজেপি মন্ডল সভাপতির নাম বিমল ঘোরামি৷ ১৪৭ নং বুথে গেলে বাইক ভাঙচুর ও লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷
3:51 PM, 12 May

খেজুরি বিধানসভার খেজুরি ২ নং ব্লকের নিজকশবা অঞ্চলের মেইদিনগর ২৪১ বুথে তৃণমূলরা তাঁদের ক্যাম্প থেকে সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিজেপির৷
3:44 PM, 12 May

ভারতী ঘোষ যে বুথে ঢুকে ভিডিওগ্রাফি করেছেন বলে অভিযোগ, সেখানকার প্রিসাইডিং অফিসারকে সরানো হল।
2:52 PM, 12 May

ভোট দিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
2:45 PM, 12 May

ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের।
2:44 PM, 12 May

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫ শতাংশের বেশি

তমলুক - ৫৯.০৭ কাঁথি - ৫৭.০৯ ঘাটাল - ৫৪.৯৫ ঝাড়গ্রাম - ৫৮.২১ মেদিনীপুর - ৫৩.০২ পুরুলিয়া - ৫৬.৬০ বাঁকুড়া - ৫২.৮২ বিষ্ণুপুর - ৫২.৮৪
2:12 PM, 12 May

ভোট দিলেন নীতি আয়োগ চেয়ারম্যান অমিতাভ কান্ত ও মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা।
2:04 PM, 12 May

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের লোকেরা হামলা চালিয়েছে। পশ্চিম মেদিনীপুরের রামপুরায় ভোট করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।
1:03 PM, 12 May

দিল্লিতে লোধি এস্টেটে সর্দার প্যাটেল বিদ্যালয়ের বুথে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট ভডরা।
1:02 PM, 12 May

মথুরা রোডে দিল্লিতে একটি বুথে সস্ত্রীক ভোট দিলেন কপিল দেব।
1:00 PM, 12 May

দিল্লির নির্মল ভবনের একটি বুথে ভোট দেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী।
12:37 PM, 12 May

শালবনির ২৪১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দিতে বলেছে বলে উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেসের এজেন্ট প্রতিবাদ করলে তাঁকে বুথ থেকে বাইরে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।
12:35 PM, 12 May

পাতলির বুথ পরিদর্শন করতে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। ব্লক সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন।
12:00 PM, 12 May

সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৭.৯৭ শতাংশ

তমলুক - ৪১.২০ কাঁথি - ৩৭.২০ ঘাটাল - ৩৯.৪১ ঝাড়গ্রাম - ৪১.৮৭ মেদিনীপুর - ৩৭.৪২ পুরুলিয়া - ৩৫.৭৮ বাঁকুড়া - ৩৩.০৭ বিষ্ণুপুর - ৩৭.৫০
11:51 AM, 12 May

দিল্লি ঔরঙ্গজেব লেনে ভোট দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
11:25 AM, 12 May

বিষ্ণুপুরে মহাপাত্র পাড়া প্রাইমারি স্কুলে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগে আটক ২ বিজেপি কর্মী।
11:09 AM, 12 May

ফের আক্রান্ত ভারতী ঘোষের গাড়ি। এটা জনরোষের প্রতিফলন বলেছেন ‌শুভেন্দু অধিকারী।
11:05 AM, 12 May

ভারতী ঘোষের দেহরক্ষীর গুলিতে আহত তৃণমূল কর্মী বখতিয়ার খান। সেই ঘটনার রিপোর্ট তলব কমিশনের।
10:46 AM, 12 May

দাঁতনে আক্রান্ত বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রামপুরায় দিলীপ ঘোষের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ।
10:41 AM, 12 May

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬.৬৬ শতাংশ

তমলুক - ২০.৭৩ কাঁথি - ১২.০৫ ঘাটাল - ১৮.৫০ ঝাড়গ্রাম - ১৮.৪৯ মেদিনীপুর - ১৬.০৫ পুরুলিয়া - ১৬.৯২ বাঁকুড়া - ১১.৬২ বিষ্ণুপুর - ১৮.৮৯
10:27 AM, 12 May

এবার কেশপুরের দোগাছিয়ায় ভারতী ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল।
9:49 AM, 12 May

হরিয়ানার গুরুগ্রামে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
9:48 AM, 12 May

পুরনো রাজিন্দর নগরে ভোট দিলেন পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর।
9:44 AM, 12 May

ভারতী ঘোষ কেশপুরের পীপুরদার ১৩৯ নম্বর বুথের ভিতর ঢুকে মোবাইলে ছবি তোলেন। কমিশন থেকে জেলা আধিকারিককে নির্দেশ ভারতী ঘোষের বিরূদ্ধে ব্যবস্থা নিতে ।
9:31 AM, 12 May

কেশিয়াড়িতে বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। খবর পেয়েই এলাকায় ছুটলেন দিলীপ ঘোষ।
READ MORE

English summary
Lok Sabha Elections 2019 : Live updates of 6th phase voting in 59 seats, 8 in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X