For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোট আপডেট : মিশন শক্তি নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদীকে, পাল্টা দিলেন জেটলিও

সারাদিনে দেশের বিভিন্ন প্রান্তে কেমন ধরনের রাজনৈতিক খবর উঠে আসছে তা দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন দোড়গোড়ায়। প্রতিদিনই সব প্রার্থী ও দল জমিয়ে প্রচার সারছে। নানা ধরনের ঘটনার ঘনঘটা চারিদিকে। সবমিলিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী - সব দল নির্বিশেষে নিজেদের সর্বশক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এই অবস্থায় সারাদিনে দেশের বিভিন্ন প্রান্তে কেমন ধরনের রাজনৈতিক খবর উঠে আসছে তা দেখে নেওয়া যাক একনজরে।

লোকসভা ভোটের সারাদিনের আপডেট একনজরে

Newest First Oldest First
7:36 PM, 27 Mar

অরুণ জেটলির পাল্টা

বিরোধীরা মিশন শক্তি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছে। ভোটে জিততেই মোদী এসব করছেন বলে অভিযোগ উঠেছে। পাল্টা অরুণ জেটলি বলেছেন, যত বেশি এসব করবে বিরোধীরা, ততই বেশি লাভ হবে আমাদের।
7:33 PM, 27 Mar

নির্বাচনে লড়তে পারেন কিনা সেই প্রশ্নে প্রিয়াঙ্কা জানালেন, দল চাইলে তিনি অবশ্যই লড়বেন। তবে এখনও নিজে কিছু ঠিক করেননি।
7:31 PM, 27 Mar

কমিশনে বামেরাও

মিশন শক্তি কৃত্রিম উপগ্রহ ধ্বংস সংক্রান্ত মিশন নিয়ে তৃণমূলের পর এবার সিপিএমও নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল।
7:29 PM, 27 Mar

বিজেডির প্রার্থী তালিকা

ওড়িশায় বিজু জনতা দল আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করল। এতে নাম রয়েচে ৯ জন প্রার্থী। বিজেডির তরফে পুরী থেকে লড়বেন পিনাকী মিশ্র।
5:06 PM, 27 Mar

বিস্ফোরক মমতা

মোদীর কী প্রয়োজন ছিল নির্বাচনের মধ্যে এমন কাজ করে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার? তিনি কী সেখানে কাজ করেন? তিনি কি মহাকাশে যাবেন? মিশন শক্তি নিয়ে কথা বলতে গিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4:08 PM, 27 Mar

মানভঞ্জন হল গিরিরাজ সিংয়ের

বেগুসরাই থেকেই লড়বেন গিরিরাজ সিং। মানভঞ্জন করলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
3:10 PM, 27 Mar

বিজেপির প্রার্থী রবি কিষণ!

লোকসভা নির্বাচনে তিনি লড়বেন বলে জানালেন অভিনেতা রবি কিষণ। তবে কোন কেন্দ্র থেকে লড়বেন তা দল ঠিক করবে বলেই জানিয়েছেন এই প্রখ্যাত ভোজপুরী অভিনেতা।
2:27 PM, 27 Mar

কংগ্রেসে উর্মিলা

জল্পনা ছিল। সেটা সত্যি করে কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। এদিন রাহুল গান্ধীর উপস্থিতিতে দলে যোগ দেন তিনি।
2:26 PM, 27 Mar

সপাতে অনশূল

উত্তরপ্রদেশের হরদোইয়ের বিজেপি সাংসদ দল থেকে পদত্যাগ করলেন। তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই দল ছেড়েছেন অনশূল বর্মা। নিজের পদত্যাগ পত্রে তিনি প্রশ্ন করেছেন কেন কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই তাঁকে এবারের ভোটে লড়তে দেওয়া হল না। সবচেয়ে আশ্চর্যের যে তিনি নিজের পদত্যাগপত্র এদিন সকালে গিয়ে কার্যালয়ের নিরাপত্তারক্ষী অর্থাৎ চৌকিদারের হাতে তুলে দিয়ে এসেছেন। একইসঙ্গে তিনি এদিন যোগ দিয়েছেন সমাজবাদী পার্টি দলে। তাঁকে স্বাগত জানান দলের সভাপতি অখিলেশ যাদব ও সপা নেতা আজম খান।
1:41 PM, 27 Mar

বামেরা দিল প্রার্থী

জঙ্গিপুর ও মালদহ উত্তর কেন্দ্রে অবশেষে প্রার্থী দিল সিপিএম। জঙ্গিপুরে জুলফিকার আলি ও মালদহ উত্তরে বিশ্বনাথ ঘোষকে প্রার্থী করল দল।
1:38 PM, 27 Mar

আমেঠিতে প্রিয়াঙ্কা

আমেঠিতে পৌঁছে কংগ্রেস সমর্থকদের মাঝে প্রিয়াঙ্কা। দলীয় সমর্থকেরা ফুলের মালায় তাঁকে বরণ করে নিলেন।
1:35 PM, 27 Mar

রাম মাধবের আবেদন

যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানো হোক। নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন বিজেপি নেতা রাম মাধব।
1:33 PM, 27 Mar

প্রচারে প্রিয়াঙ্কা

রাহুল গান্ধীর হয়ে আজ আমেঠিতে প্রচার সারবেন প্রিয়াঙ্কা গান্ধী। সকাল সকালই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি।

English summary
Lok Sabha Elections 2019 : Know the latest updates of the campaign of Wednesday in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X