For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE লোকসভা আপডেট : নিয়ম ভাঙায় কেসিআরকে নোটিস কমিশনের

লোকসভা ভোটের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরপরে চলবে আরও সাত দফা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আর মাস দেড়েকের মধ্যেই জানা যাবে কারা বসতে চলেছেন দিল্লির মসনদে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরপরে চলবে আরও সাত দফা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আর মাস দেড়েকের মধ্যেই জানা যাবে কারা বসতে চলেছেন দিল্লির মসনদে। যার সূচনা হতে চলেছে বৃহস্পতিবার। যে কেন্দ্রগুলিকে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেখানে বিজেপি বা কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। তবে যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে না, সেখানে জোরকদমে প্রচার চলছে। ফলে ভোটের মাঝেও প্রচার থেমে থাকবে না। একনজরে দেখে নেওয়া যাক সারাদিনের আপডেট।

প্রথম দফার আগে সমস্ত আপডেট : কংগ্রেসকে আক্রমণ মোদীর

দেখুন সারাদিনের সমস্ত আপডেট

Newest First Oldest First
2:51 PM, 10 Apr

আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙায় টিআরএস নেতা তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে নোটিস দিল নির্বাচন কমিশন।
1:20 PM, 10 Apr

কাসিগঞ্জের সভা থেকে অমিত শাহ বললেন, আমরা জঙ্গিদের সঙ্গে কথা বলব না। মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। জঙ্গিরা কিছু করার চেষ্টা করলে তাদের ছাড়া হবে না।
12:56 PM, 10 Apr

আমেঠি থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন সনিয়া, প্রিয়াঙ্কা থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্য।
12:54 PM, 10 Apr

পুত্র নিখিলের জন্য কর্ণাটকে ভোট প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
12:51 PM, 10 Apr

আমেঠিতে জেলা কালেক্টরের অফিসে পৌঁছে গেলেন সনিয়া গান্ধী। এখানেই রাহুল গান্ধী রোড শো করে এসে মনোনয়ন জমা করবেন।
12:49 PM, 10 Apr

গুর্জর নেতা কিরোরী লাল ও পুত্র বিজয় যোগ দিলেন বিজেপিতে।
12:47 PM, 10 Apr

আমেঠিতে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট ভডরাকে সঙ্গে নিয়ে রোড শো রাহুল গান্ধীর। আজ জমা করবেন মনোনয়ন।
12:21 PM, 10 Apr

গর্জর নেতা কিরোরী সিং বৈসলা এদিন বিজেপিতে যোগ দিচ্ছেন।
12:20 PM, 10 Apr

মধ্যপ্রদেশে ছয় মাসও হয়নি সরকার হয়েছে। তার মধ্যেই টাকার খেলা শুরু হয়ে গিয়েছে। কর্ণাটককে এটিএম বানিয়েছে কংগ্রেস। এবার মধ্যপ্রদেশকে বানাচ্ছে। রাজস্থান ও ছত্তিশগড়েরও একই অবস্থা হবে। বলছেন নরেন্দ্র মোদী।
12:17 PM, 10 Apr

মোদী বলেছেন, কংগ্রেস অনেক দুর্নীতি করেছে। তার মধ্যে নতুন একটি নাম সংযোজিত হয়েছে। তা হল তুঘলক রোড চুনাবি ঘোটালা।
12:15 PM, 10 Apr

গুজরাতের জুনাগড়ে নির্বাচনী জনসভা নরেন্দ্র মোদীর। বললেন আমরা পাঁচ বছরে কী করেছি তা জানাতে এসেছি। আগামী পাঁচ বছর কী করব তা আপনারা বলুন।
12:11 PM, 10 Apr

আজ আমেঠি থেকে মনোনয়ন জমা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

English summary
Lok Sabha Elections 2019 : Get live update of 10th April of BJP, Congress and other rallies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X