১১ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট : জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
বৃহস্পতিবার ১১ এপ্রিল শুরু হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এভাবেই এপ্রিল-মে মাস জুড়ে মোট সাতটি দফায় ভোটগ্রহণের পর আগামী ২৩মে ফলাফল প্রকাশিত হবে। সারা দেশের মানুষ একযোগে কেন্দ্রের সরকার গঠন করবেন। ফলে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ পর্ব। একনজরে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলাঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ।

কোন রাজ্যে প্রথম দফাতেই শেষ ভোট
এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে, তেলাঙ্গানার ১৭টি আসনে, অরুণাচল প্রদেশের ২টি আসনে, মেঘালয়ের ২টি আসন, মিজোরাম ও নাগাল্যান্ডের ১টি আসন, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি করে আসনে ভোট হলেই এখানে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন জঙ্গলমহলের জয়ী পঞ্চায়েতে, লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান]

কোন রাজ্যে কত প্রার্থী
এতগুলি রাজ্যের মধ্যে তেলাঙ্গানায় সবচেয়ে বেশি ৪৪৩ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। অন্ধ্রপ্রদেশে লড়াই করছেন ৩১৯ জন প্রার্থী। এছাড়া মহারাষ্ট্রে ১২২ জন, উত্তরপ্রদেশে ৯৬জন প্রার্থী ভোটের লড়াইয়ে নিজেদের ভাগ্য যাচাইয়ে নামবেন। এদিকে বাংলায় কোচবিহার ও আলিপুরদুয়ার দুই কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন ১৮জন প্রার্থী।
[আরও পড়ুন:নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছ্বতার নিদর্শন! ত্রিপুরার সব বুথেই এই বিশেষ ব্যবস্থা কমিশনের]