For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদের মুখে গণতন্ত্র! বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন ৬০০ অভিনেতা-অভিনেত্রীর

ভারতের গণতন্ত্র বিপদের মুখে। ক্ষমতাচ্যুত করুন তাদের। একইসঙ্গে সহযোগীদের একটিও ভোট নয়।

  • |
Google Oneindia Bengali News

ভারতের গণতন্ত্র বিপদের মুখে। ক্ষমতাচ্যুত করুন তাদের। একইসঙ্গে সহযোগীদের একটিও ভোট নয়। দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন প্রায় ৬০০ জন অভিনেতা অভিনেত্রী। উন্নয়নের কথা বলে শুধু ঘৃণা আর হিংসা ছড়ানোর অভিযোগ করেছেন তাঁরা।

বিপদের মুখে গণতন্ত্র! বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন ৬০০ অভিনেতা-অভিনেত্রীর

নাসিরুদ্দিন শাহ, অমল পালেকার, গিরিশ কারনাড, কঙ্গনা সেনশর্মা, উষা গঙ্গোপাধ্যায়, অনুরাগ কাশ্যপের মতো প্রায় ছশোজন সিনেমা কিংবা নাট্য ব্যক্তিত্ব একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এর আগে লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের একটি অংশও প্রায় একই বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বলেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট দিতে। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিটিও প্রায় একই রকম। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিন। তাঁরা বলেছেন, গণতন্ত্র বিপদের মধ্য়ে দিয়ে যাচ্ছে।

এই বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর নাম না করে বলা হয়েছে, উন্নয়নের কথা বলে শুধুই হিংসা আর বিদ্বেষের রাজনীতি করছে। ঘৃণা ধর্মকে গুরুত্ব দিচ্ছে। কার্যত বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। চিঠিতে বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বিপদের মুখে শিল্প সংস্কৃতি এবং মানবিক অনুভূতি। দেশ এক ভয়ের পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে বলে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। কিন্তু সেখানে এখন উন্নয়ন গুরুত্ব পাচ্ছে না।

এর আগে নাসিরুদ্দিন শাহের বিজেপি বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। এবারও সাক্ষরকারীদের মধ্যে তিনিও রয়েছেন।

English summary
Lok sabha Elections 2019: About 600 cinema and theatre personalities appealed to vote against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X