For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসতে চাইলে পড়তে হবে...

Google Oneindia Bengali News

দোড়গোড়ায় দাঁড়িয়ে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এখন সমস্ত রাজনৈতিক দলগুলিতে প্রচারের ব্যস্ততা চরমে। কেউ নিজের বড়াই করেই শান্তি পাচ্ছেন তো কেউ বিরোধীকে তুলোধনা করে। কেউ আবার 'এদিক ওদিক' ভারসাম্য বজায়ের নীতিতেই আস্থা রেখেছেন। এই সময়ে নেতাদের মুখে শোনা বুলি ফোটে, কথার ফোয়ারা ঝড়ে। তা আবার মাঝে মাঝে আমজনতার পেটে খিল ধরাতেও পারে। দেখা যাক এমন কিছু হাসির খোরাক।


১) তাপস পাল (কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী)
দিদি আমার সব।
তৃণমূল কংগ্রেস ছাড়া আমার তো আ যাওয়ার কোন জায়গা নেই।
কৃষ্ণনগরের লোকেরা আমায় পাগলের মতো ভালবাসে।
এত তারকা প্রার্থী হচ্ছে তৃণমূলের টিকিটে এর থেকেই তো বোঝা যায় দিদি কতটা সংস্কৃতিকে ভালবাসে।

পুনশ্চ : আর কোথাও যাওয়ার জায়গা নেই বলেই বুঝি তৃণমূল কংগ্রেসে ভাইটি?

শতাব্দী রায় (বীরভূমের তৃণমূলের প্রার্থী)
(জনতার উদ্দেশে) তোমরা আমার সিনেমা দেখতে যাও তো সিনেমা হলে। সেখানে টাকা দিতে হয়। আমি যে এখানে যাত্রা করতে আসি সেখানে টাকা দিতে হয়। কিন্তু এই যে আমায় এখন দেখছ, টাকা দিতে হচ্ছে না তো? এর জন্য টাকা চাইছি না, ভোট দাও। ভোট দিলে বিনাপয়সায় আমায় দেখতে পাবে। আমি তো বিনাপয়সায় তোমাদের দেখাতে চাই। তাই আমায় ভোট দাও।
আমায় বিনাপয়সায় দেখতে হলে ভোট দাও, টাকা দিয়ে দেখতে হলে সিনেমাহলে যাও।

পুনশ্চ : একটাই প্রশ্ন, আপনাকে টাকা দিয়ে দেখতে হলে এখন কোন সিনেমা দেখতে যাব ছোড়দি?

অরবিন্দ কেজরিওয়াল (এখনও আসন ঠিক হয়নি)
কেজরিওয়াল নিরাপত্তা নিল, কেজরিওয়াল নিরাপত্তা নিল না, কেজরিওয়াল জেড নিরাপত্তা নিল, কেজরিওয়াল ওয়াই নিরাপত্তা নিল- আরে ধুর্ চুলোয় যাক তোর নিরাপত্তা। মিডিয়া কখনও মোদীর সত্যতা প্রকাশ করে না।
গোটা মিডিয়া নিজেদের বেঁচে দিয়েছে। এটা একটা বড় ষড়যন্ত্র। আমি যদি কখনও সরকারে আসি এবিষয়ে আমরা হস্তক্ষেপ করব। মিডিয়ার কর্মী সমেত সবাইকে জেলে পুরব।

পুনশ্চ : আজ্ঞে স্যার একটা প্রশ্ন আছে, এবার ক্ষমতায় এলে তা ক'দিন খেলাধুলো করবেন?

শিবসেনা
(দলের মুখপত্র সামনায় প্রকাশিত খবর অনুযায়ী)
কেজরিওয়াল নাটকওয়ালা।
কেজরিওয়াল বলেছে সব রাজনৈতিক দলকে আস্তাকুড়ে ফেলে দেওয়া উচিত। আমাদের উচিত নয় কী ওকেই ওয়রলির নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া।

পুনশ্চ : বলছিলাম কী, নর্দমার জলে ভিজে কেজরিওয়ালের অসহ্য কাশিটা যদি আবার বেড়ে যায়, তাহলে তো সেটা ওরলির নর্দমা বুজে যাওয়ার থেকেও ভয়ঙ্কর হবে।

আন্না হাজারে
মমতাকে সমর্থন করি, তৃণমূলকে নয়।

পুনশ্চ : এ তো সেই অমন কথা হয়ে গেল, গরুর গাড়ি চড়ব, কিন্তু গাড়িটা যেন গরু না টানে।

বিনে পয়সায় নাচ...

বিনে পয়সায় নাচ...

ভোট দিলে বুঝি মাঝে সাঝে এই ভয়ঙ্কর নাচ দেখতে হবে ছোড়দি?

যাত্রা বুঝি..

যাত্রা বুঝি..

দিদিই তোমার সব আমি বুঝি কেউ না। তাপস পালকে বুঝি একথাই বলছেন শতাব্দী?

মাফলার কই

মাফলার কই

আহা এই তো সবে মাফলারটা আলমারিতে তুললাম। এখন যদি আবার নর্দমায় ফেলে, 'প্রোটেকশন' চাই তো।

বিকিকিনি

বিকিকিনি

এই তো এদেরই মোদী কিনেছে। তারপর আমার পিছনে লেলিয়ে দিয়েছে।

জেলের জল

জেলের জল

এই ব্যাটা দুর্নীতিগ্রস্ত। চল তোকে জেলে পুরব।

জো হুকুম মেরে আকা...

জো হুকুম মেরে আকা...

দিদি আমার ওই ডায়লগটা তোমার ভাল লেগেছে তো? ওই যে "আমায় বিনাপয়সায় দেখতে হলে ভোট দাও, টাকা দিয়ে দেখতে হলে সিনেমা হলে যাও"।

উফ আর পারি না।

উফ আর পারি না।

আন্নাকে সামলাই না তাপস-শতাব্দীকে। সবকটার মাথা গেছে।

বুড়ো বয়সে ভিমরতি

বুড়ো বয়সে ভিমরতি

বুড়ো বলে কি? আমাকে সমর্থন করে অথচ তৃণমূলকে নয়? বুড়ো বয়সে মাথাটা গেছে মনে হচ্ছে।

English summary
Lok Sabha Election 2014 : Funny speeches of indian politician
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X