For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসির বিরোধিতা, জেডিইউ-এর পর বিগড়ে গেল এনডিএ-র অপর গুরুত্বপূর্ণ শরিক

জেডিএই-এর পর এবার এনআরসি নিয়ে বেকে বসল এনডিএ-র গুরুত্বপূর্ণ শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপিও। তারা জানিয়ে দিয়েছে, তারা এমন কোনও আইনকে সমর্থন করবে না, যা কিনা সাধারণ মানুষের স্বার্থে নয়।

  • |
Google Oneindia Bengali News

জেডিএই-এর পর এবার এনআরসি নিয়ে বেকে বসল এনডিএ-র গুরুত্বপূর্ণ শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপিও। তারা জানিয়ে দিয়েছে, তারা এমন কোনও আইনকে সমর্থন করবে না, যা কিনা সাধারণ মানুষের স্বার্থে নয়।

এলজেপির ঘোষণা

এলজেপির ঘোষণা

এনডি-র গুরুত্বপূরণ শরিক লোক জনশক্তি পার্টি জানিয়ে দিয়েছে, তারা এনআরসিকে সমর্থন করবে না। যে আইন সংখ্যালঘু এবং দলিতদের নিয়ে কথা বলবে না, সেই আইনকে তারা সমর্থন করবেন না বলে জানিয়েছেন এলজেপির প্রধান। তবে চূড়ান্ত খসরা দেখার পরেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারনা রয়েছে, তা কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান।

নাগরিকত্ব আইন নিয়ে বেসুরো এলজেপি

নাগরিকত্ব আইন নিয়ে বেসুরো এলজেপি

নাগরিকত্ব আইন নিয়ে বেসুরো দেখিয়েছে এলজেপিকে। চিরাগ পাসোয়ান জানিয়েছেন, সিএবি পাস হওয়ার আগে তিনি সরকারকে লিখেছিলেন, যাতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। যদিও এলজেপি সংসদে এই আইন পাসে সরকারের পাশেই ছিল।

এনআরসি নিয়ে সরকারের পাশে নেই জেডিইউ

এনআরসি নিয়ে সরকারের পাশে নেই জেডিইউ

এর আগে এনআরসি নিয়ে বিরোধিতা করেছে এনডিএ-র অপর শরিক জেডিইউ। অন্য রাজ্যে প্রয়োগ করা হলেও বিহারে তা প্রয়োগ করা হবে না, জানিয়েছিলেনে নীতীশ কুমার।

English summary
Lok Janshakti Party says they will not support NRC, which is not in the interest of the common people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X