For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঙ্গপালের হামলায় খাবি খাচ্ছে দেশ, টুইটারে শেয়ার হল হাড়হিম করা ছবি

পঙ্গপালের হামলায় খাবি খাচ্ছে দেশ, টুইটারে শেয়ার হল হাড়হিম করা ছবি

Google Oneindia Bengali News

দেশ বর্তমানে করোনা ভাইরাসের সঙ্গে প্রাণপণে লড়ে চলেছে। অন্যদিকে দেশের কৃষকদের সমস্যার মুখোমুখি ফেলতে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল সেনা। জানা গিয়েছে, পাকিস্তান থেকে রাজস্থানে এই পতঙ্গ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বছরের প্রথম হামলা চালায়।

পঙ্গপালের হামলায় হতে পারে দুর্ভিক্ষ–অনাহার

পঙ্গপালের হামলায় হতে পারে দুর্ভিক্ষ–অনাহার

রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, হরিয়ানা ও পাঞ্জাবে ধ্বংসলীলা চালানোর পর পরিস্থিতি খুবই বাজে হয়ে রয়েছে। এই পতঙ্গগুলি ফসল থেকে শুরু করে কৃষিজমি পর্যন্ত ধ্বংস করে দেয় যা পরে দুর্ভিক্ষ ও অনাহারের সম্ভাবনার সৃষ্টি করে। রাজ্য কৃষি বিভাগ কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে সে বিষয়ে তালিকা তৈরি করছে। অন্যদিকে মধ্যপ্রদেশের সেহোর জেলার বুধনি ও নসুল্লাগঞ্জের কৃষকরা বাসন পিটিয়ে ও ফসল ও গাছে কীটনাশক ছড়িয়ে পঙ্গপালের হাত থেকে বাঁচার চেষ্টা করছে।

 বিকট শব্দের সৃষ্টি করতে হবে

বিকট শব্দের সৃষ্টি করতে হবে

পঙ্গপালের ঝাঁককে দূরে রাখার উপায় উল্লেখ করে কৃষি বৈজ্ঞানিক জৈনেন্দ্র কানৌজিয়া বলেন, ‘‌বাসন ও ড্রাম জাতীয় কিছু বাজিয়ে শব্দের সৃষ্টি করলে পঙ্গপাল ভয় পায়। রাসায়নিকের মধ্যে ক্লোরপাইরিফস ২০ ইসি জলের মধ্যে মিশিয়ে তা ফসলের ওপর স্প্রে করতে হবে। পঙ্গপালের হামলা থেকে তবে ফসলকে রক্ষা করা যাবে। কৃষি বিভাগ ও প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।'‌

পান্না ব্যাঘ্র সংরক্ষণে পঙ্গপালের হামলা

সোশ্যাল মিডিয়ায় দেশের বিভিন্ন রাজ্যে পঙ্গপালের হামলা নিয়ে হাড়-হিম করা ছবি পোস্ট করা হয়েছে। যা দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যার মধ্যে মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণে পঙ্গপালের হামলার ছবি রয়েছে। তিনি ছবি পোস্টের পাশাপাশি লেখেন, ‘‌মরুভূমির পঙ্গপালের হামলা এবার তীব্র। তারা পূর্বে বিপুল সংখ্যায় এসে পৌঁছেছে এবং এখন মধ্যপ্রদেশে পান্না পর্যন্ত এসে গিয়েছে। পূর্ব আফ্রিকাতে পরিবর্তিত হওয়া আবহাওয়ার কারণে পঙ্গপালের বৃদ্ধি হয়েছে। এই পঙ্গপাল সবকিছুই খায় এবং ফসল ধ্বংস করে।'‌

 টুইটারে ছবি পোস্ট

টুইটারে ছবি পোস্ট

বুধবার ভোরে মধ্যপ্রদেশের চার জেলায় পঙ্গপাল হামলা চালায়। ১২ স্কোয়ার ফিট এলাকা পুরো পঙ্গপালে ঢেকে যায়। কৃষকরা খুব জোরে শব্দের সৃষ্টি করছে যাতে তাঁদের সবজি ও ফসলকে বাঁচাতে পারে। পঙ্গপাল তাড়াতে তাঁরা মশালও জ্বালিয়েছিল। টুইটারে পঙ্গপাল কবলিত বিভিন্ন এলাকার ছবি পোস্ট করেছে অনেকে।

মমতাকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা দিলেন মুকুল! পদে পদে নিশানা প্রাক্তন নেত্রীকেমমতাকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা দিলেন মুকুল! পদে পদে নিশানা প্রাক্তন নেত্রীকে

English summary
Bone-chilling pictures of locust attacks have been posted on social media in different states of the country. Netizens were surprised to see that. On Tuesday, Indian Forest Service officer Praveen Kaswan posted several pictures,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X