For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে আটকে পড়া মানুষদের জন্য দেশে এবার বিশেষ বিমান পরিষেবা ! এয়ার ইন্ডিয়া সূত্রে বড় বার্তা

ট্রেনের পর এবার দেশে বিশেষ বিমান পরিষেবা চালু হচ্ছে! এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলের তারিখ প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যে দেশে আটকে পড়া মানুষদের গন্তব্যে ফিরিয়ে দিতে ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া বিশেষ বিমান চালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

 কবে থেকে চালু হবে এয়ার ইন্ডিয়ার বিমান?

কবে থেকে চালু হবে এয়ার ইন্ডিয়ার বিমান?

সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ১৯ মে থেকে ২ জুনের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান বিভিন্ন রাজ্য়ে আটকে পড়া মানুষকে গন্তব্যে ফেরাতে চলেছে। দেশের প্রথম সারির সংবাদপত্রে এমনই তথ্য উঠে এসেছে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।

কোন কোন শহরকে সংযুক্ত করার চেষ্টা?

কোন কোন শহরকে সংযুক্ত করার চেষ্টা?

উল্লেখ্য, ওই প্রতিবেদনের তথ্য বলছে, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ. বেঙ্গালুরু, চেন্নাই, কোচি জয়পুরের মতো শহরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলের খবর উঠে আসছে। তবে কলকাতায় ওই পরিষেবা চলবে কি না, তা স্পষ্ট হবে পরিষেবা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার পর।

এয়ার ইন্ডিয়া কী ভাবছে?

এয়ার ইন্ডিয়া কী ভাবছে?

এয়ার ইন্ডিয়ার তরফে এক সিনিয়র পদাধিকারী জানিয়েছেন যে, যেভাবে বিদেশ থেকে আটকে পড়া ভারতীয়দের গন্তব্যে পাঠানো হচ্ছে, সেভাবেই দেশের মধ্যে আটকে পড়া মানুষদের গন্তব্যে পাঠানো হবে। তবে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক যতক্ষণ না এবিষয়ে কিছু বলছে, ততক্ষণ কিছু করা যাবে না।

 অনলাইনে টিকিট ঘিরে বার্তা

অনলাইনে টিকিট ঘিরে বার্তা

অনলাইনে এই বিমান পরিষেবার টিকিট খুব শিঘ্রই পাওয়া যাবে। সরকারি তরফের ছাড়পত্র আসলেই এই বিমান চলাচলরে বিষয়ে অনলাইনে তথ্য উঠে আসবে। আর সেখান থেকেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা, বলে সূত্রের খবর।

বিশ্বের ১৪৯টি দেশের জিডিপির থেকেও বেশি মোদীর আর্থিক প্যাকেজের পরিমাণ!বিশ্বের ১৪৯টি দেশের জিডিপির থেকেও বেশি মোদীর আর্থিক প্যাকেজের পরিমাণ!

English summary
Lockdown situation, Special Domestic Flights Between May 19 and June 2 to Ferry Stranded Passengers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X