For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ মের পরও রেড জোন-এর তকমা থাকবে কলকাতা সহ ৪ শহরের! লকডাউন বৃদ্ধি ঘিরে জল্পনা শুরু

  • |
Google Oneindia Bengali News

৩ মের পর লকডাউন উঠবে কি না, তা নিয়ে রয়েছে একাধিক জল্পনা। ইতিমধ্যেই ভারতে দ্বিতীয় পর্বের লকডাউন শেষের পথে। এখনও পর্যন্ত দেশবাসী জানে না, যে আগামী ৩ মে লকডাউন উছবে কি না! বা ওঠার পর কোন কোন পদক্ষেপ সরকার নেবে। আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে ১৩০ কোটি মানুষ। এদিকে, দেশের কনটেইনমেন্ট জোন, রেড জোন, ও গ্রিন জোন নিয়ে একাধিক বার্তা দিয়েছে কেন্দ্র।

৭৩৩ টি জেলা নিয়ে পদক্ষেপ

৭৩৩ টি জেলা নিয়ে পদক্ষেপ

এদিকে, দেশে ১৩০ টি রেড জোন জেবা চিহ্নিত করে নিয়েছে সরকার। এছাড়া ৭৩৩ টি জেলাকে গ্রিন, রেজ ও অরেঞ্জে ভাগ করে নিজের মতো করে পরিকল্পনা করছে সরকার। ৩ মে লকডাউন যদি উঠে যায় , তাহলে কোন জোনে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বন্দোবস্ত চলছে।

দেশের ৫ টি মেট্রো শহর রেড জোনে!

দেশের ৫ টি মেট্রো শহর রেড জোনে!

দেশের সবচেয়ে বড় শহরগুলিতে রেড জোনের আওতায় রাখা হয়েছে। তারমধ্যে কলকাতা রয়েছে। এছাড়াও রয়েছে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু। এই শহরগুলিতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি বলে দাবি। আগামী ৩ মের পরও এই শহরগুলি রেড জোন বলে বিবেচিত হবে । এমনই নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে।

 লকডাউনের মেয়াদ ঘিরে জল্পনা!

লকডাউনের মেয়াদ ঘিরে জল্পনা!

গত ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই দিনই দেসে লকডাউনের মেয়াদ ঘিরে কিছু আলোচনা হয়েছে। সূত্রের দাবি, সেদিন হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার দেশের ৫ টি বড় শহরকে রেড জোনের আওতায় রাখার পর সেই লকডাউনের জল্পনা আরও চড়ছে।

 অরেঞ্জ ও গ্রিন জোন নিয়ে কী পরিস্থিতি?

অরেঞ্জ ও গ্রিন জোন নিয়ে কী পরিস্থিতি?

কেন্দ্র জানিয়েছে , অরেঞ্জ ও গ্রিন জোন গুলিতে লকডাউন অল্প আকারে তোলা হবে। ৩ মের পর থেকে এই সমস্ত এলাকায় কাজের ক্ষেত্রে কয়েকটি ছাড় দেওয়া হবে। যে এলাকায় করোনার সংক্রমণ খুব কম, সেই এলাকা অরেঞ্জ জোন আর যে এলাকায় প্রকোপ কমেছে তা গ্রিন জোন।

English summary
Lockdown in India, speculation regarding metroes as they declared Red zone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X