For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন ৫.০ কেমন হবে: আতঙ্কের মাঝে কী খোলা থাকবে, আর কী বন্ধ থাকতে চলেছে! একনজরে কিছু তথ্য

লকডাউন ৫.০ কেমন হবে: আতঙ্কের মাঝে কী খোলা থাকবে, আর কী বন্ধ থাকতে চলেছে! একনজরে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের চতুর্থ দশার পর্ব এবার শেষের দিকে। আগামী ৩১ মে লকডউনের চতুর্থ দফার পর্বের মেয়াদ শেষ হতে চলেছে। এমন সময় লকডাউন ঘিরে পরবর্তী পরিস্থিতিতে কী রূপরেখা স্থির করা যায়, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এমন অবস্থায় লকডাউনের পঞ্চম দফায় কী কী খোলা থাকবে, আর কী বন্ধ থাকবে, তা নিয়ে কিছু বার্তা উঠে আসছে।

 বাড়বে বিমান চলাচল!

বাড়বে বিমান চলাচল!

গত এক সপ্তাহে বিমান পরিষেবা চালু হতেই কার্যত পর পর বহু যাত্রীকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তবে বিমান পরিষেবা চালুতে তার প্রভাব নাও পড়তে পারে। যদিও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দিওয়ালির আগে ভারতে বিমান পরিষেবা সুস্থির হবে না।

 চলবে ট্রেনও

চলবে ট্রেনও

১ জুন থেকে যে দেশের বিভিন্ন প্রান্তের জন্য আরেও রেল পরিষেবা বাড়বে, তা আগেই জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক। ১ জুন থেকে আরও ১০০ জোড়া ট্রেন ভারতে চলবে। মনে করা হচ্ছে, এবার এসি ট্রেনও চলতে শুরু করবে।

 স্কুল

স্কুল

স্কুল ধীরে ধীরে খুলে রাখার বার্তা হয়তো লকডাউন ৫ এ দেওয়া হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, যে ক্লাস ৯,১০,১১, ১২ এর পড়ুয়াদের জন্য স্কুল খুলবে। যদিও স্কুলে পর্যাপ্ত স্যানিটাইজেশন থাকবে বলে খবর।

ধর্মীয় স্থান, মার্কেট, মল

ধর্মীয় স্থান, মার্কেট, মল

মনে করা হচ্ছে, লকডাউনের পঞ্চম পর্যায়ে শপিং মল খুলে দেওয়া হবে। বহু বন্ধ থাকা মার্কেট খোলা হবে এই সময়। এমনকি লকডাউনের আসন্ন পর্যায়ে জিম, সিনেমা থিয়েটার, ধর্মীয় স্থান খুলে দেওয়া হবে। আর এই জায়গাগুলি খুললেই করোনার ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করা নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতকে। সেক্ষেত্রে মোদী সরকার কোন পদক্ষেপ নেয় সেটা দেখার।

লকডাউন ৫:‌ আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে করোনা লকডাউন, এমনই ইঙ্গিত মোদী-শাহের বৈঠকেলকডাউন ৫:‌ আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে করোনা লকডাউন, এমনই ইঙ্গিত মোদী-শাহের বৈঠকে

English summary
Lockdown 5, what are the things to remain open and close
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X