হায়দ্রাবাদে রেল দুর্ঘটনায় আহত ২০, হাসপাতালে জীবন মরণ লড়াই সাহসী চালকের
হায়দ্রাবাদে দুর্ঘটনা ঘটল দুটি ট্রেনের। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত বলে জানা গিয়েছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে পিছন থেকে ধাক্কা দেওয়ায় এই বিপত্তি ঘটে। সোমবার সকালে হায়দ্রাবাদের ব্যস্ত স্টেশন কাচ্চেগুড়ায় ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, হায়দ্রাবাদ শহরের তিনটি মূল স্টেশনের অন্যতম এই কাচ্চেগুড়া।

সেকান্দ্রাবাদ থেকে কুর্নুলগামী হুন্দ্রি এক্সপ্রেস দাঁড়িয়েছিল কাচ্চেগুড়ায়। সেই সময় হায়দ্রাবাদের মাল্টি মডাল ট্রান্সপোর্ট সিসটেমের একটি লোকাল পিছন থেকে এসে এক্সপ্রেসটিকে ধাক্কা মারে। ঘটনায় আহতদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে এমএমটিএস লোকালের চালক গুরুতর অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ভুল সিগ্নালের জেরে এই দুর্ঘটনাটি হয়েছে। ভুল সিগনালের জেরেই প্ল্যাটফর্মে ট্রেন থাকা সত্ত্বেও লোকাল ট্রেনটিকে সবুজ সিগনাল দেওয়া হয়। তবে ভুল বুঝতে পেরে এমএমটিএস লোকালের চালক আপ্রাণ চেষ্টা করেন গতি কমানোর। মূলত তাঁর প্রচেষ্টার ফলেই বড় সংখ্যায় প্রাণহানী রোখা গিয়েছে বলে জানা গিয়েছে।
#UPDATE Hyderabad: 5 injured after 3 coaches of Lingampalli-Falaknuma train and 4 coaches of Kurnool City-Secunderabad Hundry Express derailed, following collision of the two trains at Kacheguda Railway Station, earlier today. Rescue operation underway. #Telangana https://t.co/qW22IvRVPV
— ANI (@ANI) November 11, 2019
এদিকে এই ঘটনার জেরে সেই রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। অনেকগুলি ট্রেনের গতিপথও বদলে দেওয়া হয়েছে। দক্ষিণ মধ্য রেলের তরফে জানানো হয়েছে, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে।