For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘোষণাকে পদক্ষেপে পরিণত করল কেন্দ্র! ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১৭ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন

Google Oneindia Bengali News

করোনা মহামারী সংক্রমণ মোকাবিলায় গঠিত আত্মনির্ভর ভারতপ্যাকেজের অন্তর্গত ১০০ শতাংশ সরকার প্রতিশ্রুত এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমেএখন পর্যন্ত ১৭,৭০৫.৬৪ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে দেশের পাব্লিক সেক্টর ব্যাঙ্কগুলি। এর আগে ৫ জুন পর্যন্ত ৮৩২০.২৪ কোটি টাকা দেওয়া হয়েছিল।

তিন লাখ কোটি টাকার তহবিল গঠন

তিন লাখ কোটি টাকার তহবিল গঠন

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য করার জন্য সরকার তিন লাখ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। লকডাউনের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি। তার থেকে উঠে দাঁড়ানোর জন্যই কেন্দ্রের এই স্কিম।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই ১১৭০১.০৬ কোটি টাকা অনুমোদন করেছে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই ১১৭০১.০৬ কোটি টাকা অনুমোদন করেছে

অর্থমন্ত্রকের দপ্তরের তরফে এই বিষয়ে একটি টুইট করা হয়। টুইটেতারা জানায়, শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই ১১৭০১.০৬ কোটি টাকা অনুমোদন করেছে এবং এখনও পর্যন্ত ৬০৮৪.৭১ কোটি টাকা দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি টাকা অনুমোদিত হয়েছে তামিলনাড়ুতে

সবচেয়ে বেশি টাকা অনুমোদিত হয়েছে তামিলনাড়ুতে

১০০ শতাংশ সরকার প্রতিশ্রুত এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের অধীনে সবচেয়ে বেশি টাকা অনুমোদিত হয়েছে তামিলনাড়ুতে। ৩৩৭২৫ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অ্যাকাউন্টে২০১৮.৮৯ কোটি টাকা অনুমোদিত হয়েছে এবং এর মধ্যে ১৩২৫.০৪ কোটি টাকা ১৮৮৬৭ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের ২১৭২৮টি অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা

উত্তরপ্রদেশের ২১৭২৮টি অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা

তবে এই স্কিমের অধীনে উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নাম নথিভুক্তকরেছে। ৪৩৫৪১টি অ্যাকাউন্টের জন্য ১৯৬০.৯৭ কোটি টাকা অনুমোদিত হয়েছে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে এখনও পর্যন্ত ২১৭২৮টি অ্যাকাউন্টে ৮৫২.০৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

<strong>বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন! একজোটে বেজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে ৮টি 'শক্তিশালী' দেশ</strong>বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন! একজোটে বেজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে ৮টি 'শক্তিশালী' দেশ

English summary
loans worth 17705 crores approved to msme according to announcement made by fm nirmala sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X