For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় আসলে 'ঘুষখোর' মুখ্যমন্ত্রী যাবেন গারদের পিছনে! বিরোধীনেতার দাবিতে শোরগোল

ক্ষমতায় আসলে 'ঘুষখোর' মুখ্যমন্ত্রী যাবেন গারদের পিছনে! বিরোধীনেতার দাবিতে শোরগোল

  • |
Google Oneindia Bengali News

বিহারের (bihar) বক্সারে ভিড়ে পূর্ণ লোক জনশক্তি পার্টির ( lok janshakti party) সমাবেশ। সেই সমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (nitish kumar) বিরুদ্ধে হুঙ্কার এলজেপি (ljp) নেতা চিরাগ পাসোয়ানের। রবিবারের সমাবেশ থেকে তাঁর হুঁশিয়ারি যদি ভোটে তাঁর দল ক্ষমতায় আসে তাহলে গারদে পোরা হবে নীতীশ কুমার ও তাঁর আধিকারিকদের।

বক্সারের সভা থেকে হুঁশিয়ারি

বক্সারের সভা থেকে হুঁশিয়ারি

বক্সারের দুমরাঁওয়ের সভা থেকে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন চিরাগ পাসোয়ান। তিনি অভিযোগ করেন, বিহারের মদের ওপর নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। অবৈধভাবে অনেক জায়গাতেই মদ বিক্রির অভিযোগ তিনি করেছেন। তাঁর আরও অভিযোগ নীতীশ কুমার এর থেকে ঘুষের টাকা পাচ্ছেন।

 নীতীশ মুক্ত সরকার

নীতীশ মুক্ত সরকার

বিহারে নীতীশ মুক্ত সরকারের জন্য বিজেপি সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। প্রসঙ্গত চিরাগ পাসোয়ান আগেই জানিয়েছিলেন, তিনি বিহারের বিজেপির মুখ্যমন্ত্রীকে দেখতে চান। তাঁর দলের সমর্থনে বিহারের বিজেপির মুখ্যমন্ত্রী হবে বলেও জানিয়েছিলেন তিনি।

বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট

বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট

টুইটে করা আবেদনে চিরাগ এলজেপি প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেছেন বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট।

বহুদিন থেকেই নীতীশের সঙ্গে সম্পর্ক খারাপ চিরাগের

বহুদিন থেকেই নীতীশের সঙ্গে সম্পর্ক খারাপ চিরাগের

এলজেপি কেন্দ্রে এনডিএ-র সমর্থক। কিন্তু রাজ্য নয়। বহুদিন থেকেই চিরাগ নীতীশ কুমারের বিরুদ্ধে সরব। এদিকে নীতীশ কুমার এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। চিরাগ যদিও নিজেকে মোদীর হনুমান বলে দাবি করেছেন।
এলজেপি এবং বিজেপির এই সম্পর্কের পিছনে ভোটের অঙ্কই প্রধান। জেডিইউ-এর আসনগুলিতে অনেকগুলিতেই নীতীশ বিরোধী হাওয়া তৈরি হয়েছে। কিন্তু এইসব সমর্থকরা তারা মোদীর পক্ষে। এলজেপির যুক্তি, এইসব আসনগুলিতে বিজেপি কিংবা এলজেপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল, সেইভাবেই প্রচার চালাচ্ছেন চিরাগ।

শাসকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

শাসকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

এলজেপির অভিযোগ বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার করোনা পরিস্থিতির মোকাবিলা, বন্যা, পরিযাযী সংকট, বেকারির মতো ইস্যুতে ব্যর্থ হয়েছে।

৩ দফায় বিহারের নির্বাচন শুরু ২৮ অক্টোবর

৩ দফায় বিহারের নির্বাচন শুরু ২৮ অক্টোবর

২৮ অক্টোবর থেকে ৩ দফায় শুরু হবে বিহার বিধানসভার নির্বাচন। ২৮ অক্টোবর ছাড়াও ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর ভোট নেওয়া হবে। ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

English summary
LJP leader Chirag Paswan says CM Nitish Kumar would be behind bars if his party is voted to power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X