For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুশওয়াহা প্রস্থানে হাতে লটারি পাসোয়ানের, তবে বিজেপিকে শর্তে বেঁধেছে এলজেপি

নিজেদের ছয়টি আসনেই লোকসভায় লড়বে এলজেপি। বাকী ১৭টি করে আসনে জেডিইউ ও বিজেপি লড়তে পারে।

  • |
Google Oneindia Bengali News

বিহারে এনডিএ জোট থেকে রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান বেরিয়ে গিয়ে ইউপিএ জোটে যোগ দিয়েছেন। যার ফলে বিহারে কিছুটা চাপে এনডিএ শিবির। তবে এই ঘটনা শাপে বর হয়েছে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টির জন্য। আরএলএসপি না থাকায় বিহারে লোকসভা ভোটে নিজেদের আসন ছাড়তে হচ্ছে না রামবিলাসদের।

কুশওয়াহা প্রস্থানে হাতে লটারি পাসোয়ানের, তবে বিজেপিকে শর্তে বেঁধেছে এলজেপি

শোনা যাচ্ছে, নিজেদের ছয়টি আসনেই লোকসভায় লড়বে এলজেপি। বাকী ১৭টি করে আসনে জেডিইউ ও বিজেপি লড়তে পারে।

বৃহস্পতিবার বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ান ও তাঁর পুত্র চিরাগ পাসোয়ানের বৈঠক হয়। তবে সেই বৈঠক নিয়ে বিশেষ কিছু বাইরে আসেনি। আসন সমঝোতা নিয়ে কেউ মুখ খুলছেন না।

শোনা গিয়েছে, এলজেপি ছয়টি আসনে লড়তে রাজি হলেও সঙ্গে আলাদা বায়না জুড়েছে। যার ফলে আসন সমঝোতা চূড়ান্ত করা যায়নি। একমাসের মধ্যে অসমে রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। এলজেপি নাকি ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যসভায় রামবিলাসের জন্য অসম থেকে আলাদা করে রাজ্যসভার আসন চেয়ে বসে রয়েছে। যার ফলে বিজেপির সঙ্গে আলোচনা ঝুলে রয়েছে।

সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে রামবিলাস নাও দাঁড়াতে পারেন। তাই আগে থেকে তাঁর রাজ্যসভার সাংসদ পদ নিশ্চিত করতে চাইছে দল। অন্যদিকে বিজেপির কাছে খবর, রামবিলাস ফেব্রুয়ারিতে রাজ্যসভার আসন পেয়ে গেলেই দল বদলে মার্চ মাসে লোকসভার আগে দল বদলে ইউপিএ-তে চলে যেতে পারেন। এমন হলে বিজেপির ক্ষতি। ফলে সবমিলিয়ে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকেই সকলের নজর রয়েছে।

English summary
LJP demands for Rajya Sabha seat by February from Assam delays seat sharing pact
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X