ক্রমেই কমছে মারণ করোনার ধার! অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপনেই কী তবে শাপে বর ভারতীয়দের?
গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও সমানতালে চলছে করোনা ভাইরাসের দাপট। ইতিমধ্যেই গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ ছাড়িয়েছে। যদিও পরিসংখ্যানে দেখা যাচ্ছে অক্টোবরের শুরু থেকেই ধীরে গোটা ভারতেই কমছে করোনা দাপট। করোনার প্রতিরোধে ভারতের এই অনন্য ভূমিকায় শুরুতেই উঠে আসছে দেশবাসী রোগ-প্রতিরোধ ক্ষমতার কথা।


নোংরা জল, অস্বাস্থ্যকর খাবারের কারণেই বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ?
এদিকে ভারতের অনুন্নত স্বাস্থ্য পরিকাঠামো, জনসংখ্যার প্রবাল্য, অনুন্নত জীবনমানকে সামনে রেখে করোনা সংক্রমণের ক্ষেত্রে ভয়াবহ পূর্বভাস দিতে দেখা যায় বিশেষজ্ঞদের। কিন্তু গত কয়েক মাসে বেশ খানিকটা জাঁকিয়ে বসলেও বর্তমানে দৈনিক সংক্রমণের পারা ৫০ হাজারের নীচে নেমে গেছে। যা কিছু দিন আগেও প্রায় ১ লক্ষ ছুঁইছুঁই ছিল। এর জন্য মূলত দুটি তত্ত্বের উপর জোর দিতে চাইছেন বিশেষজ্ঞরা। এমনকী উঠে আসছে হার্ড ইমিউনিটির তত্ত্বও।

নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের দেশগুলিতেও একই চিত্র দেখা যাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের
তুলনামূলক ভাবে কম মৃত্যুহার হোক বা করোনা সংক্রমণের ধার কমার ক্ষেত্রে অন্যান্য দেশের বাসিন্দাদের তুলনায় ভারতীয়দের তুলনামূবক ভাবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই ক্ষেত্রে শাপে বর হয়েছে ভারতের অস্বাস্থ্যকর পরিবেশ বেড়ে ওঠা,দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস। শুধু ভারত না বিশ্বের সমস্ত নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রেই একই চিত্র দেখা যাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।

গোটা বিশ্বের মোট করোনায় মৃত্যুর মাত্র ১০ শতাংশ ভারতের
একই কথা বলতে শোনা যায় কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চের বা সিএসআইআর-র ডাইরেক্টর জেনারেল ডাঃ শেখর মান্ডেকে। এদিকে বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে গোটা বিশ্বের মোট করোনায় মৃত্যুর মাত্র ১০ শতাংশ ভারতের। পাশাপাশি ভারতের ক্ষেত্রে মোট মৃত্যুহারও এখন ২ শতাংশের নীচে রয়েছে। যা গোটা পৃথিবীর মধ্যেই রেকর্ড।

কী ভাবে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ?
গবেষকদের দাবি করোনা রোগীদের মধ্যে অটোইমিউন ডিসঅর্ডার অন্যতম একটি ঝুঁকির কারণ। যার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু ভারতীয়দের অস্বাস্থ্যকর পরিবেশ, ঘিঞ্জি এলাকায় বাসস্থান, দূষিত বায়ুর মধ্যে জীবনযাপনের ফলে দেহের নিজস্ব হাইপ্র্যাকটিভ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিশেষ ভাবে উজ্জীবিত হয়ে সাইকোটাইন স্ট্রোম তৈরির মাধ্যমে করোনা বিরোধী পাঁচিল তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করছে। তারফলে সানগ্রিক ভাবে দেখতে গেলে অনেকটাই কম করোনা আক্রান্ত হচ্ছেন ভারতীয়রা।
নির্বাচনের আগে শেষ সমীক্ষা আমেরিকায়, মার্কিন মুলুকে 'ব্যাটসগ্রাউন্ড' স্টেটগুলিতে এগিয়ে কে?