For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শবরীমালা মামলা গেল বৃহত্তর বেঞ্চে, রাফালে মামলা খারিজ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাও খারিজ

বৃহস্পতিবার পরপর তিনটি গুরুত্বপূর্ণ মামলার রায় দান করতে চলেছে সুপ্রিমকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পরপর তিনটি গুরুত্বপূর্ণ মামলার রায় দান করতে চলেছে সুপ্রিমকোর্ট। কেরলের শবরীমালা মন্দিরে রায়ের রিভিউ পিটিশন, রাফায়েল মামলার রিভিউ পিটিশন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা ফৌজদারি অবমাননা মামলার রায় দান করবে সুপ্রিম কোর্ট। অযোধ্যা মামলার রায়ের পর মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর অবসরের আগেই এই তিন গুরুত্বপূর্ণ মামলার রায় বের হতে চলেছে। এর আগে বুধবার কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের নিয়ে মামলার রায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের সমস্ত আপডেটের জন্য নজর রাখুন এখানে।

সুপ্রিমকোর্টে রাফালে, সবরিমালা ও রাহুল গান্ধী মামলা

Newest First Oldest First
11:21 AM, 14 Nov

শবরীমালা মামলায় বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি নরিম্যান বিরুদ্ধ মত দান করেছেন।
11:08 AM, 14 Nov

আদালত জানিয়েছে, রাহুল গান্ধীকে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে
11:08 AM, 14 Nov

রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী অবমাননার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
11:05 AM, 14 Nov

রাফালে রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
10:51 AM, 14 Nov

সাত বিচারপতির বেঞ্চ শবরীমালা মামলা শুনবে। মহিলাদের মন্দিরে প্রবেশ নিয়ে বিচারপতিদের মধ্যে অনৈক্যের জেরেই মামলা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানো হল বলে জানা গিয়েছে।
10:47 AM, 14 Nov

শবরীমালা মামলার বৃহত্তর বেঞ্চ গঠিত হবে পরবর্তী মুখ্য বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে। জানিয়ে দিলেন বর্তমান বিচারপতি রঞ্জন গগৈ।
10:47 AM, 14 Nov

শবরীমালা মামলাকে বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
10:46 AM, 14 Nov

শবরীমালা মামলাকে বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
10:44 AM, 14 Nov

শবরীমালার ইস্যু শুধু হিন্দু মহিলাদের অধিকার কেন্দ্রিক নয়।
10:40 AM, 14 Nov

শবরীমালার রায় পড়তে শুরু করলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ।
10:37 AM, 14 Nov

শবরীমালা নিয়ে বিক্ষোভ চালানো রাহুল ঈশ্বর ভক্তদের কাছে আর্জি জানিয়েছেন, যদি রায় বিপক্ষেও যায় তাহলেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে।
8:43 AM, 14 Nov

সুপ্রিম কোর্ট আজ কী রায় দেবে তা নিয়ে আগ্রহের শেষ নেই কেরলে।
8:42 AM, 14 Nov

বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে
7:16 AM, 14 Nov

আজ শবরীমালা, রাফালে নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের
1:13 AM, 14 Nov

রাহুলের বিরুদ্ধে ফৌজদারী অবমাননা মামলা

রাহুলের বিরুদ্ধে ফৌজদারী অবমাননা মামলা
লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'চৌকিদার চোর হ্যায়' বলে অভিযুক্ত করেন। এর বিরুদ্ধে বিজেপি নেত্রী মিনাক্ষি লেখি অবমাননার মামলা দায়ের করেন আদালতে। এই মামলার রায় জানাবে সুপ্রিম কোর্ট।
1:11 AM, 14 Nov

রাফায়েল মামলা

রাফায়েল মামলায় কেন্দ্রের বিরুদ্ধে যে ৫৮ হাজার কোটি টাকার দুর্নীতি বা অস্বচ্ছতার অভিযোগ আনা হয়েছিল, সেটাও সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়ে রায় শুনিয়েছিল। তবে তারপরও রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা হয়েছে। এদিন এই মামলার রায় শোনাবে সুপ্রিম কোর্ট।
1:10 AM, 14 Nov

শবরীমালা মামলা

শবরীমালা মামলা
শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন এমনটা বলেই রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। তবে সেই রায়ের বিরুদ্ধে পুনরায় আবেদন জানানো হয়। যার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।

English summary
Live updates of Supreme Court verdict on Sabarimala Temple Entry, Rafale and Criminal Contempt plea against Rahul Gandhi in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X