For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE পরীক্ষা মিস করা পরীক্ষার্থীরা যাতে ফের বসতে পারেন তার জন্য আবেদন জমা পড়ল আদালতে
মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার দিন না পিছানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ১৫০ শিক্ষাবিদ। তাঁদের মত, এই সময়ে পরীক্ষার দিন আবার পিছানো মানে শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে আপস করা। তবে পরীক্ষা করার দাবিতে বিরোধীরা জোট বাঁধছে। কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Newest First Oldest First
চলতি মাসের ১৬, ১৭, ২২ এবং ২৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআরের পরীক্ষা নেওয়া হবে। তার আগে কিংবা পরে ইউজিসি স্বীকৃত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এনটিএ। সেক্ষেত্রে কবে হবে এই পরীক্ষা, তা ২৪ সেপ্টেম্বরের পরে জানানো হবে বলে সোমবার জানানো হয়েছে।
করোনা ভাইরাসের পর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর পরীক্ষার সঙ্গে ধাক্কাধাক্কির জেরে পিছিয়েই গেল ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট। চলতি মাসের ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তা স্থগিত করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।
National Testing Agency has informed me that around 85-90% students appeared in #NEET exam today. It reflects the tenacity & grit of young Atmanirbhar Bharat, tweets Union Education Minister Dr. Ramesh Pokhriyal Nishank
— ANI (@ANI) September 13, 2020
(file pic) pic.twitter.com/VjcjlnSAqU
জাতীয় টেস্টিং এজেন্সি জানিয়েছে, আজ NEET পরীক্ষায় ৮৫ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় হাজির ছিলেন। এটি তরুণ আত্মনির্ভর ভারতবর্ষের প্রতীক হিসেবে প্রতিফলিত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানান একথা।
করোনা আবহে নিটের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল। জাতীয় পরীক্ষামূলক এজেন্সি বা এনটিএ দ্বারা পরিচালিত নিটের প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে মেডিকেল কোর্সে ভর্তির জন্য ১৫ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিলেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা নিয়ে আপত্তি সত্ত্বেও এই পরীক্ষা হল কঠোর সতর্কতা অবলম্বন করে।
READ MORE